আ.লীগ নেতার হামলায় ছাত্রদলের ৫ কর্মী আহত

3 months ago 75

বরিশালের গৌরনদীতে অন্যের জমির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণে বাধা দেওয়ায় ৫ ছাত্রদল কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সোলায়মান মৃধা নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

মঙ্গলবার (১৩ মে) সকালে উপজেলার হাপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন- দক্ষিণ বিল্বগ্রাম এলাকার বাসিন্দা ও ছাত্রদল কর্মী সলেমান সরদার, আরিফ সরদার, জুয়েল, ইমন ও বায়জিদ সরদার।

ছাত্রদল কর্মী সলেমান সরদার অভিযোগ করে বলেন, মঙ্গলবার সকালে আমাদের জমির ওপর দিয়ে জোরপূর্বক ভেকু দিয়ে রাস্তা নির্মাণকাজ শুরু করে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও আওয়ামী লীগ নেতা সোলায়মান মৃধা। রাস্তা নির্মাণে বাধা দিলে তার লোকজন আমাদের ওপর হামলা চালায়। এ সময় আমাকে ও ছাত্রদল কর্মী আরিফকে কুপিয়ে জখম করে ইউপি সদস্য সোলায়মান।

স্থানীয় একাধিক বিএনপি কর্মী অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন ইউপি সদস্য সোলায়মান। হারিছুরের ছত্রছায়ায় এলাকায় ব্যাপক আধিপত্য বিস্তার করেন তিনি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভোল পাল্টে নিজেকে বিএনপি কর্মী বলে দাবি করে আসছে।

জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য সোলায়মান মৃধা বলেন, আমি তাদের ওপর কোনো হামলা চালাইনি। উল্টো তারা আমার ওপর হামলা চালিয়েছে। হামলায় আমি এবং আমার এক সমর্থক নওশাদ ফরাজী গুরুতর আহত হয়েছে। 

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।

Read Entire Article