আ.লীগের ক্লিন ইমেজধারীদের বিএনপির সদস্য হওয়া সংক্রান্ত খবরের প্রতিবাদ রিজভীর

3 months ago 32
‘আওয়ামী লীগের ক্লিন ইমেজধারী কর্মীরাও বিএনপির সদস্য হতে পারবেন’ বলে বৃহস্পতিবার (০৮ মে) তাকে উদ্ধৃত করে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে- সেটিকে সম্পূর্ণরূপে ‘মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (০৮ মে) বিকেলে গণমাধ্যমে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন প্রেরিত এক প্রতিবাদ লিপিতে এ কথা বলেন তিনি। প্রতিবাদ লিপিতে বলা হয়, আওয়ামী লীগের ক্লিন ইমেজধারী কর্মীরাও বিএনপির সদস্য হতে পারবেন বলে আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে- তা সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘যারা দীর্ঘদিন রাজনীতি করেনি অথবা আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের আমলের আগেই দল থেকে চলে গেছেন এবং আওয়ামী লীগের দুঃশাসন, লুটপাট, টাকা পাচারের বিরুদ্ধাচরণ করেছেন, তারা (বিএনপিতে) যোগ দিতে পারেন। আমরা চাচ্ছি- সমাজের যারা সজ্জন মানুষ, একদম ভদ্র মানুষ, যারা হয়তো অবসরে গেছেন, অন্তরে জাতীয়তাবাদী রাজনীতি লালন করতেন, তিনি একজন শিক্ষক হতে পারেন, ব্যাংকার হতে পারেন, সরকারি কর্মকর্তা হতে পারেন, এনজিও কর্মকর্তা হতে পারেন, কৃষক ও শ্রমিক হতে পারেন- তারাও প্রাথমিক সদস্য হতে পারবেন। এক্ষেত্রে বিএনপি’র আদর্শে বিশ্বাসী মানুষরাই বিএনপি’র প্রাথমিক সদস্য হতে পারবেন।’ প্রতিবাদ লিপিতে আরও বলা হয়, ‘অথচ আমার (রিজভী) বক্তব্য বিকৃত করে বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমার সঠিক বক্তব্য তুলে ধরার জন্য গণমাধ্যমের প্রতি আহবান জানাচ্ছি।’
Read Entire Article