রিজওয়ানের অধিনায়কত্ব হারানোর আসল কারণ ফাঁস!

2 hours ago 4

টানা ব্যর্থতার কারণে অধিনায়কত্ব হারানোর শঙ্কায় ছিলেন মোহাম্মদ রিজওয়ান। অবশেষে সেই শঙ্কাই সত্য হলো। নেতৃত্ব হারিয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। রিজওয়ানের অধিনায়কত্ব হারানোর পেছনের কারণ ফাঁস করে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ।

কেন রিজওয়ানকে সরানো হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে পাকিস্তান ক্রিকেট বোর্ড কিছু বলেনি। তবে জানা গেছে, প্রধান কোচ মাইক হেসনের পরামর্শেই অধিনায়ক বদল করা হয়েছে। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফের মতে, হেসন সম্পূর্ণ ধর্মীয় কারণে রিজওয়ানকে অধিনায়কত্ব থেকে সরিয়েছেন। নিজের ইউটিউব চ্যানেলে লতিফ বলেন, ‘শুধু ফিলিস্তিনের পতাকা হাতে তুলে নেওয়ায় রিজওয়ানকে সরিয়ে দেওয়া হলো। ইসলাম ধর্মাবলম্বীদের দেশে কি অন্য ধর্মের কাউকে অধিনায়ক করতে চাইছেন কোচ?’

লতিফের দাবি, দলের মধ্যে রিজওয়ান এমন একটি সংস্কৃতি তৈরি করতে চাইছিলেন যেখানে ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধা থাকবে। সেটাই নাকি পছন্দ হয়নি কোচ হেসনের। এ প্রসঙ্গে লতিফ বলেন, ‘হেসনই অধিনায়ক বদলের সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের ড্রেসিংরুমে রিজওয়ান যে সংস্কৃতি নিয়ে আসতে চাইছিল সেটা ওর পছন্দ ছিল না। কেন সেটা কেউ বুঝতে পারছে না? হেসনের পাঁচ-ছয়জনের একটা দল রয়েছে। ওরা পাকিস্তানের সংস্কৃতি বদলাতে চাইছে। কই আমাদের সময় তো এমন কিছু হয়নি।’

এদিকে রিজওয়ানের পরিবর্তে ওয়ানডে ফরম্যাটে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি। নতুন এই অধিনায়কের প্রথম অ্যাসাইনমেন্ট হবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যা শুরু হবে আগামী ৪ নভেম্বর।

মোহাম্মদ রিজওয়ান ২০টি ওয়ানডে ম্যাচে দলকে নেতৃত্ব দেন যেখানে কেবল ৯টিতে জয়ের দেখা পায় পাকিস্তান। হেরেছে ১১টিতে, জয়ের হার মাত্র ৪৫ শতাংশ। ৩৩ বছর বয়সী রিজওয়ানকে ২০২৪ সালের ২৭ অক্টোবর পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

Read Entire Article