‘আ.লীগের মতো শাসনব্যবস্থা আর আসতে দেওয়া হবে না’

1 month ago 20

আওয়ামী লীগের মতো স্বৈরাচার শাসনব্যবস্থা বাংলাদেশে আর আসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন, কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

রোববার (১৭ নভেম্বর) বিকালে ফরিদপুরের নগরকান্দার কোনাগ্রামে স্থানীয় বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

বাবুল বলেন, আওয়ামী লীগ উচ্ছেদ হয়েছে ঠিকই কিন্তু তাদের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে আছে। সে জন্য আপনাদের সজাগ থাকতে হবে। যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে বাবুল বলেন, কেউ কোনো খবরদারি করবেন না। দলের সিদ্ধান্ত মেনে চলবেন সবাই। কারও দুর্বলতার সুযোগ নিয়ে কাউকে হেনস্তা করা এমন রাজনীতি দল কখনো বরদাস্ত করবে না।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান, নগরকান্দা-সালথা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, উপজেলা বিএনপির সহসভাপতি আইয়ুব মুন্সী, উপজেলা কৃষক দলের সভাপতি বিল্লাল হোসেন মোল্ল্যা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ইয়াদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা সাইফুল আলম শান্ত, পৌর কৃষক দলের সভাপতি জাহিদুর ইসলাম অনিক, সাধারণ সম্পাদক মুন্সি সিরাজুল ইসলাম, বিএনপি নেতা শফিকুর রহমান মিঠু, অ্যাডভোকেট হাফিজুর রহমানসহ বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতারা।

Read Entire Article