আ.লীগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন খোকন চৌধুরী

2 weeks ago 20

নড়াইলের লোহাগড়া উপজেলার ৫ নম্বর লক্ষ্মীপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান খোকন চৌধুরী রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের উলা গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে খোকন চৌধুরী বলেন, লক্ষ্মীপাশা ইউনিয়নের প্রয়াত ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিন আমার অজান্তে এবং আমার সঙ্গে কোনো আলাপ-আলোচনা না করে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেন। গঠিত কমিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার আগেই চেয়ারম্যান কাজী বনি আমিন মারা যান। এ কারণে দীর্ঘদিনেও গঠিত ওই কমিটি অনুমোদন হয়নি। 

তিনি আরও বলেন, এ ছাড়া আমার বাবা মরহুম ঈমান উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আমার ছেলে স্থায়ীভাবে ঢাকায় বসবাস করে। এ কারণে আমাকেও ঢাকায় অবস্থান করতে হয়। আমিসহ আমার পরিবারের সদস্যরা আওয়ামী লীগের সব রাজনীতি থেকে সরে দাঁড়ালাম। এখন থেকে আমি সামাজিক কর্মকাণ্ড এবং মানবিক কাজে নিজেকে নিয়োজিত রাখব।

Read Entire Article