আইইউবিএটির ইইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা

2 hours ago 5

অত্যন্ত আনন্দময় পরিবেশে আইইউবিএটির ইইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৫-২৬ সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নাফিস রহমানকে সভাপতি এবং ইমরুল হাসান সানিকে সাধারণ সম্পাদক করা হয়।

শনিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে ক্যাম্পাসের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।

প্রকৌশলী সাফিনা সিদ্দিকা সিল্কি ও প্রকৌশলী মো. শাহিদুল হাসান শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। তিনি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এটি কীভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং ডিপার্টমেন্টের উন্নয়নে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার কোষাধ্যক্ষ সেলিনা নার্গিস, আইইউবিএটির রেজিস্টার, ইঞ্জিয়ারিং বিভাগের ডিন, ইইই বিভাগের চেয়ারম্যান, কোর্ডিনেটর এবং অন্য শিক্ষকরা।

এ সময় তারা আইইউবিএটির জ্যেষ্ঠ অ্যালামনাই প্রকৌশলী মো. হানিফ, প্রকৌশলী নুরুজ্জামান ফারুকি ও প্রকৌশলী জিয়াদ তানজিমের উপস্থিতিতে নবগঠিত কমিটির সভাপতি প্রকৌশলী নাফিস রহমান ও সাধারণ সম্পাদক প্রকৌশলী ইমরুল হাসান সানি এবং প্রকৌশলী মো. জামাল মুন্সি এবং  সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী সামিউল ইসলাম চৌধুরীর নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

আইইউবিএটির ইইই বিভাগের অনেক প্রকৌশলী সুনামের সঙ্গে বিভিন্নি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশে উচ্চতর ডিগ্রির জন্য অধ্যয়নরত তাদের মধ্যে থেকে প্রকৌশলী জয়দাশ গুপ্ত যিনি অস্ট্রেলিয়ায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। এ সময় তিনি ভিডিও বার্তায় নতুন কমিটির জন্য শুভেচ্ছা জানান ও তার কাজের অভিজ্ঞতা শেয়ার করেন।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অতিথিরা দিনটি উদযাপন করেন।

উল্লেখ্য, ১৯৯১ সালে শিক্ষাবিদ অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের উদ্যোগে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে আইইউবিএটি। বর্তমানে উত্তরায় ২০ বিঘার নিজস্ব সবুজ ক্যাম্পাসে ৬টি অনুষদে ১৪টি প্রোগ্রাম চালু আছে এই প্রতিষ্ঠানে। যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার শিক্ষার্থীর সঙ্গে এশিয়া ও আফ্রিকার ১২টি দেশের শতাধিক শিক্ষার্থীও নিয়মিত পড়াশোনা করছেন।

Read Entire Article