‘আন্দোলনে যারা ছিল না, উত্তর যুবদলে তাদের স্থান হবে না’

2 hours ago 6

ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে যারা দলীয় কর্মসূচিতে রাজপথে ছিল না, যুবদল ঢাকা মহানগর উত্তরের কোনো পর্যায়ের কমিটিতে তাদের স্থান হবে না বলে সাফ জানিয়েছেন উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দলে অনুপ্রবেশকারীদের কোনো স্থান হবে না। 

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ-২ এ ৯৬নং ওয়ার্ড শাখা যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জুয়েল এসব কথা বলেন। যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক গতি বৃদ্ধির অংশ হিসেবে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। 

শরীফ উদ্দিন জুয়েল বলেন, দীর্ঘ ১৭ বছর পরে আমরা উৎসব মুখর পরিবেশে কর্মীসভা করতে পেরেছি। ‘স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন’ -এই উক্তি উদ্ধৃত করে তিনি বলেন, আমরা কঠোর পরিশ্রম করে, জেল-জুলুম-অত্যাচার সহ্য করে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদের সবার আত্মশুদ্ধি প্রয়োজন। 

জুয়েল অনুপ্রবেশকারীদের হুঁশিয়ার করে বলেন, যারা আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেনি, যুবদল ঢাকা মহানগর উত্তরের কোনো কমিটিতে তাদের স্থান হবে না।

যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন ‘আগে নিজেকে চিনো, নিজেকে বুঝো; আত্মশুদ্ধির দিকে এগিয়ে যাও, তাহলে স্বাধীনতা রক্ষা করার কাজ তোমাদের জন্য সহজ হবে’।  

ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহ্বায়ক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের দল, জনগণের ক্ষমতায়নের মাধ্যমে বিএনপি এ দেশ গড়তে চায়। 

তিনি বলেন, দেশ ও দেশের বাইরে থেকে খুনি-মাফিয়া পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার প্রেতাত্মারা এখনো দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ-সতর্ক থাকতে হবে। 

যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীদের হুঁশিয়ার করে শরীফ উদ্দিন জুয়েল বলেন, যদি কেউ আওয়ামী প্রেতাত্মাদের কোনো সুযোগ করে দেয় কিংবা দেওয়ার চেষ্টা করে, যুবদল ঢাকা মহানগর উত্তর তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে। 

তিনি যুবদল ঢাকা মহানগর উত্তর এর নেতাকর্মীদেরকে জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করার নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১দফা আত্মস্থ করতে এবং জনগণের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্যও নির্দেশনা দেন।

সভায় পরিশেষে বিগত আওয়ামী স্বৈরাচার সরকারের আমলে আন্দোলন-সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য খিলক্ষেত থানা যুবদলকে ধন্যবাদ জানান ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক জুয়েল। 

কর্মীসভায় প্রধান বক্তার বক্তব্যে যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ অনুপ্রবেশকারীদের হুঁশিয়ার করে বলেন, যুবদল ঢাকা মহানগর উত্তরে কোনো অনুপ্রবেশকারীর স্থান হবে না। এ সময় অনুপ্রবেশকারীদের ‘হাইব্রিড’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমার ভয় হয় হাইব্রিডদের ভিড়ে কখন না জানি আমাদের ত্যাগী নেতাকর্মীরা হারিয়ে যায়’।

সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়ে মিরাজ বলেন, কেউ যদি শৃঙ্খলা ভঙ্গ করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি দেশের বর্তমান বিশৃঙ্খল অবস্থার কথা উল্লেখ করে বলেন, দেশ ভালো নেই, আমরা কেউ ভালো নেই, দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। 

সাজ্জাদুল মিরাজ যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীদেরকে ৩১ দফা আত্মস্থ করা এবং সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার নির্দেশনা প্রদান করেন। 

৯৬নং ওয়ার্ড  যুবদলের আহ্বায়ক মো. টিটু মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব আলম মোড়লের সঞ্চালনায় সভায় আরও অংশগ্রহণ করেন যুবদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম ও আবুল হাসান টিটু, খিলক্ষেত থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূরুল হুদা মজুমদার মুরাদ, থানা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির।

Read Entire Article