আইইউবিএটির প্রাক্তন প্রো-ভিসি ড. হামিদা আখতার মারা গেছেন
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও প্রাক্তন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হামিদা আখতার বেগম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে রাজধানীর উত্তরার আহ্ছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে আইইউবিএটি কর্তৃপক্ষ।
১৯৪১ সালে জন্মগ্রহণ করা অধ্যাপক ড. হামিদা আখতার বেগম ছিলেন দেশের একজন খ্যাতিমান শিক্ষাবিদ ও একাডেমিক নেতা। দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষা, গবেষণা ও ছাত্রকল্যাণে রেখেছেন অনন্য দৃষ্টান্ত।
ড. হামিদা কানাডার ইউনিভার্সিটি অব মানিটোবা থেকে পিএইচডি ও এমএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে অধ্যাপক ও বিভাগের সভাপতি, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট এবং স্টুডেন্টস কাউন্সেলিং ও গাইডেন্স সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
মহান এই শিক্ষাবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আইইউবিএটি পরিবার। এক শোকবার্তায় তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন তারা।