আইটি কোম্পানিতে চাকরির প্রস্তাব পেলো ৭ বছরের শিশু

4 days ago 6

রাশিয়ার একটি সফটওয়্যার কোম্পানি সাত বছর বয়সী এক কোডিং এক্সপার্টকে তাদের ব্যবস্থাপনা দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে।

জানা গেছে, চাকরির প্রস্তাব পাওয়া ওই শিশুর নাম সের্গেই। তার বাড়ি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে। শিশুটি মূলত পাঁচ বছর বয়স থেকেই ভিডিও বানায়। তার ভিডিওর মূল বিষয়বস্তু হলো সফটওয়্যারবিষয়ক ব্যাখ্যা-বিশ্লেষণ।

এসব ভিডিওর পরিপ্রেক্ষিতেই প্রো৩২ নামের ইনফরমেশন সিকিউরিটি কোম্পানি তাকে করপোরেট প্রশিক্ষণের প্রধান পদে চাকরির প্রস্তাব দিয়েছে।

তবে রাশিয়ার আইন অনুযায়ী, ১৪ বছর না হওয়া পর্যন্ত সের্গেই বেতনভুক্ত চাকরিতে যোদ দিতে সক্ষম হবে না।

তবে প্রো৩২ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইগোর ম্যানডিক জানিয়েছেন, এ সময়ে কী করা যায় সে বিষয়ে উপায় বের করতে তার বাবা-মায়ের সঙ্গে কথা বলেছেন।

শিশুটির বাবা কিরিল জানিয়েছেন, তারা খুবই খুশি ও কবে নাগাদ সের্গেই কোম্পাানিটিতে যোগ দিতে সক্ষম হবে সে দিকে তাকিয়ে আছেন।

সূত্র:বিবিসি

এমএসএম

Read Entire Article