আইনজীবী সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের দাবি

2 hours ago 3

চট্টগ্রাম জজ কোর্টের অ্যাড. সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে আইনজীবী সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ। এ সময় ইসকন নিষিদ্ধের দাবিও জানান তারা। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের আয়োজনে সুপ্রিম কোর্ট বারের প্রধান ফটকে এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি। 

বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব অ্যাড. নুরে এরশাদ সিদ্দিকীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক অ্যাড. মো. খালিদ হোসেনের সঞ্চালনে মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যারিস্টার মহিউদ্দিন ইউসুফ, অ্যাড. শেখ শওকত হোসেন, অ্যাড. হাবিবুর রহমান, অ্যাড. সাজেদুল ইসলাম রুবেল, অ্যাড. মমিনুল ইসলাম, অ্যাড. মেহেদী হাসান প্রমুখ।

অ্যাড. নুরে এরশাদ সিদ্দিকী বলেন, নতুন বাংলাদেশে আইনজীবীরা নিরাপত্তাহীনতায় থাকতে পারে না। সরকারি আইন কর্মকর্তারা হত্যার শিকার হলে ন্যায়বিচার বিঘ্নিত হবে; আইন আদালতের প্রতি সাধারণ জনগণের আস্থা কমে যাবে। তাই অবিলম্বে আইনজীবী সুরক্ষা অধ্যাদেশ জারি করতে হবে।

তিনি বলেন, ইসকন একটি আন্তর্জাতিক উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন। বিশ্বের নানা দেশে উগ্রবাদী ও উসকানিমূলক কর্মকাণ্ডের কারণে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশেও সম্প্রতি চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যার দায়ে ইসকনকে নিষিদ্ধ করতে হবে।

মানববন্ধন শেষে আইনজীবী অধিকার পরিষদ সুপ্রিম কোর্ট চত্বরে একটি বিক্ষোভ মিছিল করে। 

Read Entire Article