আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে হয়তো উদ্বেগ আছে

5 hours ago 7

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, ক্রাইম নিয়ে পারসেপশন ও ফ্যাক্টসের মধ্যে পার্থক্য রয়েছে। অনেক সময় মনে করা হয় অপরাধ বেড়েছে, কিন্তু সংখ্যা বিবেচনায় তা মনে হয় না।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে হয়তো উদ্বেগ আছে। বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হচ্ছে। বিদ্যমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল ১৭ মার্চ (সোমবার) রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক ডেকেছেন। বৈঠকে (এসপি বা তদূর্ধ্ব পদমর্যাদার) আইজিপি, অতিরিক্ত আইজি, কমিশনার, অপরাধ বিভাগের প্রধানসহ সর্বমোট ১২৭ জন কর্মকর্তা অংশ নেবেন। প্রধান উপদেষ্টা পুলিশ কর্মকর্তাদের মাঠ পর্যায়ের কাজের অভিজ্ঞতা শুনে তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

রোববার (১৬ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, পুলিশের আইজিপি বিশেষ বৈঠকে স্বাগত বক্তব্য রাখবেন। তার বক্তব্যে ৫ আগস্ট পরবর্তী সময়ে পুলিশকে সক্রিয় করার লক্ষ্যে কী কী উদ্যোগ নেওয়া হয়েছে সে সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন। পাশাপাশি পুলিশের নৈতিকতা ফিরিয়ে আনার প্রচেষ্টার বিষয়েও প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন। আইজিপি ছাড়াও পুলিশের মাঠ পর্যায়ের ৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের কর্মক্ষেত্রের ছয়টি ফোকাল পয়েন্ট নিয়ে (লজিস্টিক, আবাসন, শিল্প পুলিশের কার্যক্রম ও সীমাবদ্ধতা) বক্তব্য রাখবেন। ইতোপূর্বে এ ধরনের বিশেষ বৈঠক কখনো অনুষ্ঠিত হয়নি।

এমইউ/এএমএ/জিকেএস

Read Entire Article