আইনি পথে যাননি মুস্তাফিজ, কি বলছে ভারতীয় গণমাধ্যম

আইপিএল ২০২৬ মৌসুমের আগে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে অপ্রত্যাশিতভাবে বাদ পড়ার ঘটনায় আইনি কিংবা প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকলেও সেই পথে যাননি বাংলাদেশ জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান। তার ব্যক্তিগত সিদ্ধান্তের কারণেই বিষয়টি আর এগোয়নি বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, মুস্তাফিজুর রহমানের সঙ্গে করা চুক্তি বাতিলটি ক্রিকেটীয় কোনো কারণের সঙ্গে সম্পৃক্ত ছিল না। ফলে কেকেআরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যথেষ্ট সুযোগ ছিল। এ বিষয়ে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এবং ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ) একমত ছিল। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, চুক্তি বাতিলের ঘটনায় কেকেআরের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পক্ষে ছিল সংগঠনটি। এমনকি ডব্লিউসিএ আনুষ্ঠানিক প্রতিবাদ কিংবা তদন্তে যাওয়ার জন্য কোয়াবকে পূর্ণ সমর্থনের আশ্বাসও দিয়েছিল। তবে মুস্তাফিজুর নিজেই আইনি লড়াইয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেন। মিঠুন বলেন, “ডব্লিউসিএ আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো বা তদন্ত শুরু করতে প্রস্তুত ছিল। কিন্তু মুস্তাফিজুর শান্তিপূর্ণ সমাধানই চেয়েছেন।” উল্লেখ্য, গত বছরের

আইনি পথে যাননি মুস্তাফিজ, কি বলছে ভারতীয় গণমাধ্যম

আইপিএল ২০২৬ মৌসুমের আগে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে অপ্রত্যাশিতভাবে বাদ পড়ার ঘটনায় আইনি কিংবা প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকলেও সেই পথে যাননি বাংলাদেশ জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান। তার ব্যক্তিগত সিদ্ধান্তের কারণেই বিষয়টি আর এগোয়নি বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, মুস্তাফিজুর রহমানের সঙ্গে করা চুক্তি বাতিলটি ক্রিকেটীয় কোনো কারণের সঙ্গে সম্পৃক্ত ছিল না। ফলে কেকেআরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যথেষ্ট সুযোগ ছিল। এ বিষয়ে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এবং ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ) একমত ছিল।

কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, চুক্তি বাতিলের ঘটনায় কেকেআরের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পক্ষে ছিল সংগঠনটি। এমনকি ডব্লিউসিএ আনুষ্ঠানিক প্রতিবাদ কিংবা তদন্তে যাওয়ার জন্য কোয়াবকে পূর্ণ সমর্থনের আশ্বাসও দিয়েছিল। তবে মুস্তাফিজুর নিজেই আইনি লড়াইয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেন।

মিঠুন বলেন, “ডব্লিউসিএ আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো বা তদন্ত শুরু করতে প্রস্তুত ছিল। কিন্তু মুস্তাফিজুর শান্তিপূর্ণ সমাধানই চেয়েছেন।”

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে পরবর্তীতে ভারতের কিছু উগ্রপন্থী নেতার আপত্তির মুখে এবং বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশি এই পেসারের সঙ্গে চুক্তি বাতিল করে কেকেআর।

ঘটনাটি ঘিরে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরই মধ্যে বাংলাদেশে আইপিএল সম্প্রচার স্থগিত করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow