‘আইনের আশ্রয় লাভের সুযোগ না দেওয়া কি মানবাধিকার লঙ্ঘন নয়?’

2 weeks ago 15

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ লেখেন,  আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমার প্রশ্ন- কোনো ওয়ারেন্ট ছাড়া সাদা পোশাকে তুলে নেওয়া, আইনের আশ্রয় নেওয়ার সুযোগ না দেওয়া কি মানবাধিকার লঙ্ঘন নয়?

মঙ্গলবার (১০ ডিসেম্বর) তিনি তার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ প্রশ্ন রাখেন। 

স্ট্যাটাসে আবু হানিফ লেখেন, গত ২৭ জুলাই রাত ১টায় আমাকে নারায়ণগঞ্জের বাসা থেকে তুলে নিয়ে যায় র‍্যাব। এ সময় আমার ছোট ভাইকেও নিয়ে যায়। পরে গাড়িতে তোলার সময় আমার ভাইকে ছেড়ে দেয়। আমার বাসার চারপাশ ঘিরে ফেলে কমপক্ষে ৩০/৪০ জন, সবাই সাদা পোশাকে। আমাকে মাইক্রোবাসে তোলার পর দেখি র‍্যাবের পোশাক পরা দুজন, তারপর আমাকে চোখ বেঁধে ফেলে। সাদা পোশাকে নিয়ে যাওয়ায় আমার পরিবার ভেবেছিল তারা ডিবি। এরপর কোথায় নিয়ে যায় জানি না। এক সময় গাড়ি থামার পর একটা রুমে নিয়ে যায়- সেখানে দেখলেই বুঝা যায় টর্চার সেল। সেখানে অনেক সময় আমাকে চোখ-হাত বেঁধে নির্যাতন করে, জিজ্ঞাসাবাদ করে।

স্ট্যাটাসে তিনি লেখেন, তারা (র‌্যাব) বারবার বলছিল, তাদের প্রশ্নের উত্তর দিলে আমাকে ছেড়ে দেবে। রাত ৩টায় একটা রুমে নিয়ে যায়- সেখানে ছোট একটা লেখা চোখে পড়ে, র‍্যাব-১১ আদমজীনগর, তখন বুঝতে পারি এটা নারায়ণগঞ্জ। ২৪ ঘণ্টা র‍্যাবে রাখার পর তারা পরদিন রাত ১টায় নারায়ণগঞ্জ ডিবিতে হস্তান্তর করে; সেখানে ডিবি ২০ ঘণ্টা রেখে রাতে কোর্টে না তুলেই কারাগারে পাঠায়। আটক থাকাবস্থায় র‍্যাব ও ডিবিকে বারবার বলছিলাম আমার পরিবারকে জানাতে, তারপরও তারা পরিবারকে জানায়নি। নিখোঁজ দুদিন আমার বোন আর ভাই নারায়ণগঞ্জ থানায়-ডিবিতে-ঢাকার সিএমএম কোর্ট-ডিবির হেডকোয়ার্টারে ঘুরেছে আমার সন্ধানে। কিন্তু কেউ কোনো সন্ধান দেয়নি।

Read Entire Article