আইপিএলের মাঝপথে হুট করে দল ছেড়ে দক্ষিণ আফ্রিকার ফিরলেন তারকা পেসার কাগিসো রাবাদা। জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফিরেছেন তিনি।
এবারের আইপিএলের নিলামে এই প্রোটিয়া পেসারকে দলে নিয়েছিল গুজরাট টাইটান্স দল। গুজরাট ফ্র্যাঞ্চাইজির এক বিবৃতিতে বলা হয়, ‘গুজরাট টাইটান্সের প্রথম দুটি ম্যাচে খেলা কাগিসো রাবাদা ব্যক্তিগত কারণে বাড়ি ফিরে গেছেন।’
এক্ষেত্রে তিনি কবে মাঠে ফিরবেন বা দলের সঙ্গে যোগ দেবেন, বা কী ধরণেই ব্যক্তিগত সমস্যা; সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
বুধবার চিন্নাস্বামীতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের আগেই গুজরাটের অধিনায়ক শুভমান গিল জানিয়েছিলেন যে, রাবাদা ব্যক্তিগত কারণে বেঙ্গালুরুর বিরুদ্ধে একাদশে থাকছেন না।
এদিকে রাবাদার পরিবর্তে আরশাদ খানকে শেষ মূহূর্তে দলে নেওয়া হয়েছিল। তিনি বিরাট কোহলিকে আউটও করেছিলেন। রাবাদা যদি দ্রুত দলের সঙ্গে যোগ দিতে না পারেন, সেক্ষেত্রে তার পরিবর্তে প্রথম একাদশে দেখা যেতে পারে আরেক প্রোটিয়া পেসার জেরাল্ড কোয়েটজিকে।
কোয়েটজিকে নিলামে ২.৪ কোটি রুপিতে দলে নেয় গুজরাট। এছাও তাদের কাছে আফগানিস্তানের অলরাউন্ডার করিম জানাতও রয়েছেন।
এমএমআর