আইপিএলে কতদিন খেলতে পারবেন মোস্তাফিজ, জানালো বিসিবি

3 months ago 48

মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস, এ খবর এখন সবারই প্রশ্ন। কিন্ত আরব আমিরাত ও পাকিস্তানের সিরিজের মাঝে বাংলাদেশি এই পেসার কতদিন আইপিএলে খেলতে পাারবেন, সেটি জানার কৌতুহলই ছিল সবার মাঝে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাঁহাতি এই পেসারকে আইপিএলে খেলতে ছাড়পত্র (নো অবজেকশন সার্টিফিকেট-এনওসি) দেবে কিনা তা নিয়েও ভক্তদের মধ্যে সন্দেহের অবকাশ ছিল।

অবশেষে মোস্তাফিজকে নিয়ে বিসিবি নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ১৮ থেকে ২৪ মে পর্যন্ত ভারতে থাকতে পারবেন মোস্তাফিজ।

ভারতে যাওয়ার আগে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি (১৭ মে) খেলে যেতে হবে। এরপর ৭ দিন দিল্লির হয়ে খেলার পর পাকিস্তান সিরিজে যোগ দিতে হবে মোস্তাফিজকে। পাঁচ ম্যাচের এই সিরিজ শুরু হবে ২৭ মে।

অর্থাৎ বাংলাদেশের জার্সিতে আরব আমিরাতের সঙ্গে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুধু হবে না মোস্তাফিজের। বাকি সব ম্যাচই তিনি খেলবেন জাতীয় দলের হয়ে।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

এমএইচ/এএসএম

Read Entire Article