আইপিএলের শুরুর দিকে খেলতে পারবেন না বুমরাহ

3 hours ago 5

২০২৫ আইপিএল শুরু হওয়ার আগেই বড় ধাক্কা খেলো মুম্বাই ইন্ডিয়ান্স। তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে সম্ভবত আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচে পাবে না দলটি। ক্রিকইনফোর এক প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য।

জানা গেছে, চোটে থাকা বুমরাহর এখনও পুনর্বাসন প্রক্রিয়া চলছে। তিনি এখনও পুরো ফিট নন। সম্ভবত এপ্রিলের প্রথম দিকে তিনি স্কোয়াডে যোগ দিতে পারেন। এদিকে মার্চ মাসেই মুম্বাই ইন্ডিয়ান্সের তিনটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচগুলোতে বুমরাহকে পাওয়া যাবে না বলেই দাবি করেছে ক্রিকইনফো।

ভারতীয় দলের তারকা পেসার বর্তমানে বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সেন্টার অফ এক্সিলেন্সে মেডিকেল টিমের কাছ থেকে ক্লিয়ারেন্স পাননি। তিনি ছাড়পত্র পেলে তবেই মুম্বাইয়ের দলে যোগ দিতে পারবেন।

প্রসঙ্গত, জানুয়ারিতে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের সময় থেকেই বুমরাহ পিঠের খিঁচুনিতে ভুগছিলেন। সেই চোট এখনও সারেনি। যার জেরে জানুয়ারি মাস থেকেই তিনি ২২ গজের বাইরে রয়েছেন।

তারপরও বুমরাহর নাম আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রেখেছিল ভারত। কিন্তু তারকা বোলার টুর্নামেন্টের জন্য সময় মতো চোট সারিয়ে ফিট হয়ে উঠতে পারেননি। যে কারণে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি।

বুমরাহ এরইমধ্যে জাতীয় ক্রিকেট একাডেমিতে বোলিং শুরু করলেও, এখনও পুরো শক্তি দিয়ে বল করছেন না। যে কারণে বুমরাহ ঠিক কত ম্যাচ মিস করবেন এবং ফেরার নির্দিষ্ট তারিখ আছে কিনা তা নিশ্চিত করা যায়নি। তবে বুমরাহের চোট নিয়ে বিসিসিআই ধীরে চলো নীতিই নিয়েছে। তারা তাড়াহুড়ো করতে রাজি নয়।

এমএমআর/জিকেএস

Read Entire Article