আইভীকে গ্রেফতারে বাধা দেওয়ায় মামলা, গ্রেফতার ৩

4 months ago 51

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারে বাধা, পুলিশের ওপর হামলা এবং কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়া ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

সোমবার (১২ মে) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক মো. রিপন মৃধা বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ৫২ জনেরে নমসহ অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। সেই সঙ্গে রাতে অভিযান চালিয়ে এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

তারা হলেন- নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকার শহীদনগর ১ নম্বর গলির মো. হানিফের ছেলে মোহাম্মদ জিসান (২৮), কাশেমের ছেলে হানিফ (৪০) ও আব্দুল হাইয়ের ছেলে শওকত মিথুন (৪৩)।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, সোমবার রাতে এ মামলা হয়েছে। মামলায় এজাহারনামীয় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে গত ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার বাসভবন চুনকা কুটির থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করে পুলিশ। এদিন সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনউদ্দিন কাদিরের আদালতে উপস্থিত করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মোবাশ্বির শ্রাবণ/এএইচ/জিকেএস

Read Entire Article