আইসিইউতে পরীমনির মেয়ে, সেই অনুষ্ঠানের পর সপরিবারে জ্বরাক্রান্ত

2 hours ago 5

দুই সন্তানকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢালিউড তারকা পরীমনি। সোমবার দিবাগত রাতে ফেসবুকে জানান পরিবারের দুর্ভোগের কথা। মেয়েকে আইসিইউতে রেখে নিজেও জ্বরের চিকিৎসা নিচ্ছেন তিনি। তার পরিবারের সবাই জ্বরাক্রান্ত হতে শুরু করেছেন সেই অনুষ্ঠানের পর থেকে।

ফেসবুকে পরীমনি লিখেছেন, আমার মেয়ে আইসিইউতে! আমার ছেলের ১০২ জ্বর। আমার ১০৩.৫ জ্বর, কাশি, শ্বাসকষ্ট।

অভিনেত্রীর সহকারী জানিয়েছেন চিকিৎসকের পরামর্শে তিনিও হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিকভাবে অসুস্থ থাকায় চিকিৎসক দুজনকেই হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। তবে আজ আইসিইউতে রাখা হয়েছে মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মকে।

jagonews24.com

গত ১০ আগস্ট ছিল পরীমনির ছেলে পদ্মর তৃতীয় জন্মদিন। সেদিন ঘনিষ্ঠজনদের নিয়ে একটি পারিবারিক পুনর্মিলনীর আয়োজন করেন তিনি। ওই দিনের পর থার্মোমিটারের ছবি পোস্ট করে পরীমনি ফেসবুকে ছেলের অসুস্থতার খবর দেন। ধারণা করা হচ্ছে, সেদিন ভাইরাস আক্রান্ত কোনো অতিথি জ্বরের জীবাণু নিয়ে পরীমনির বাসায় হাজির হয়েছিলেন।

পরীমনির সহকারী জানিয়েছেন, অভিনেত্রীর শ্বাসকষ্টের সমস্যা কিছুটা কমেছে। তবে জ্বর ছাড়ছে না, শরীরে ব্যাথাও আছে। আরও কয়েকটা দিন তাকে হাসপাতালে বিশ্রাম নিতে হবে, থাকতে হবে চিকিৎসকদের পরিচর্যায়।

শিগগির ‘গোলাপ’ ছবির শুটিং শুরু করবেন পরীমনি। এর মধ্যে পরিচালকের সঙ্গে কয়েকবার চিত্রনাট্য নিয়ে আলাপ করেছেন। ‘গোলাপ’ সিনেমায় তিনি অভিনয় করবেন নিরবের বিপরীতে। নিরব ও পরীমনি জুটির প্রথম চলচ্চিত্র ‘গোলাপ’-এর পরিচালক সামছুল হুদা। তিনি জানিয়েছেন, এটি হতে যাচ্ছে একটি রাজনৈতিক থ্রিলার।

এমআই/আরএমডি/এএমএ

Read Entire Article