আইসিইউতে সাইফ আলি খান

4 days ago 7

অস্ত্রোপচারের পর আইসিইউতে নেওয়া হয়েছে অভিনেতা সাইফ আলি খানকে। বুধবার মধ্যরাতে দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি। মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার নিজ বাসায় এক বা একাধিক দুর্বৃত্ত হামলা করে সাইফকে। ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে তাকে। রক্তাক্ত অবস্থায় সাইফকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। তবে অস্ত্রোপচারের পর এখন অভিনেতা শঙ্কামুক্ত।

চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নেওয়া হয়েছে সাইফ আলি খানকে। আগামীকাল সকালে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুদিন পর বাড়িতে নেওয়া হতে পারে সাইফকে।

/জেআইএম

Read Entire Article