আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে নতুন কর্মসূচি

3 months ago 49

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আগামীকাল শনিবার (১০ মে) শাহবাগে গণজমায়েত ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে অবস্থান কর্মসূচি চলবে।

শুক্রবার (৯ মে) রাত ১০টায় এই কর্মসূচি ঘোষণা করেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

এসময় তিনি বলেন, আগামীকাল বিকেল তিনটায় শাহবাগে গণজমায়েত অনুষ্ঠিত হবে। একইসঙ্গে সারাদেশের জুলাই পয়েন্টে গণজমায়েত ঘোষণা করছি।

তিনি বলেন, আগামীকাল সারা ঢাকা থেকে যারা আওয়ামী নিপীড়নের শিকার হয়েছে, পিলখানা, শাপলা, জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড, গুম, খুন শিকার হয়েছে। সবার অংশগ্রহণে গণজমায়েত অনুষ্ঠিত হবে। এ ছাড়া সারাদেশে জুলাই পয়েন্টে অর্থাৎ যেসব পয়েন্টে জুলাই আন্দোলন হয়েছে সেসব পয়েন্টে গণ জমায়েত ঘোষণা করছি।

তিনি আরও বলেন, আমাদের অবস্থান কর্মসূচির ২৫ ঘন্টা হয়েছে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা না হয় ততক্ষণে আমরা অবস্থান করব। আমাদের তিনদফা দাবি রয়েছে। সেগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না।

Read Entire Article