মাদারীপুর জেলার শিবচর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও শিরুয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান মুরাদ হাওলাদারকে গ্রেপ্তার করেছে শিবচর থানা পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার উৎরাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম উৎরাইল বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় আতিকুর রহমান মুরাদ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে মাদারীপুর জেলাহাজতে পাঠানো হয়।
শিবচর থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, ‘আতিকুর রহমান মুরাদ হাওলাদারের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। আদালতের নির্দেশনা ও চলমান তদন্তের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে, তদন্ত শেষ হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, ‘আতিকুর রহমান মুরাদ হাওলাদার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তিনি শিরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তিনি শিবচর উপজেলা আওয়ামী লীগের একজন সক্রিয় ও প্রভাবশালী নেতা হিসেবেও পরিচিত। তার গ্রেপ্তারের খবরে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
স্থানীয় জনগণ ও রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন, সাম্প্রতিক সময়ে ইউনিয়নের কিছু উন্নয়ন প্রকল্প ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা নিয়ে বিরোধের জেরে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়।
অন্যদিকে, তার ঘনিষ্ঠ সহযোগীদের দাবি—এটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে সাজানো একটি পরিকল্পিত গ্রেপ্তার।

4 hours ago
6









English (US) ·