আকিকার দাওয়াত নিয়ে জামাইবাড়িতে শ্বশুরের হামলা

6 hours ago 7

দিনাজপুরের বিরামপুর উপজেলার কেশবপুর গ্রামে আকিকার দাওয়াত নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে মেয়ের জামাইয়ের বাড়িতে হামলা চালিয়েছে শ্বশুর ও তার লোকজন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন।

গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিতে উপজেলার কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, কেশবপুর গ্রামের মো. সোলেমান হোসেনের ছেলে সুমন হোসেন (জামাতা), তার বাবা সোলায়মান হোসেন, মা আকতারা বেগম, ছোট বোন উম্মে হাবিবা, মামা রাশেদুল ইসলাম ও আবু সাঈদ। 

পাল্টা হামলায় শ্বশুরপক্ষের আহত হওয়া চারজন হলেন, বিরামপুর পৌর শহরের হাবিবপুর এলাকার অছিম উদ্দিনের মেয়ে ইয়াসমিন আক্তার (সুমনের শ্যালিকা) ও তার বন্ধু হাবিবুর রহমান, আরিফুল ইসলাম ও আল রিমন।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে কেশবপুর গ্রামে সুমন হোসেনের ছেলের আকিকার আয়োজনের কথা ছিল। এ উপলক্ষে তিনি আত্মীয়স্বজনকে দাওয়াত দেন। তবে শ্বশুরপক্ষের অনেককে নিমন্ত্রণ না দেওয়ায় তার স্ত্রী জেসমিন আক্তারের সঙ্গে কথাকাটাকাটি হয় সুমনের। একপর্যায়ে সুমন রেগে গিয়ে স্ত্রীকে মারধর করেন। এ ঘটনা দেখে জেসমিনের বোন ইয়াসমিন আক্তার ক্ষুব্ধ হয়ে ফোনে তাদের পরিবারের অন্যদের বিষয়টি জানান।

আরও জানা গেছে, খবর পেয়ে জেসমিনের বাবা অছিম উদ্দিন প্রায় ৫০ জন লোক নিয়ে রাত ১০টার দিকে সুমনের বাড়িতে আসেন। সেখানে তারা সুমন, তার বাবা সোলায়মান হোসেন, মা আকতারা বেগম, ছোট বোন উম্মে হাবিবা, মামা রাশেদুল ইসলাম ও আবু সাঈদকে মারধর করে এবং বাড়ির আসবাবপত্র ভাঙচুর করেন।

স্থানীয়রা জানান, হামলার আওয়াজ শুনে গ্রামবাসী ডাকাত সন্দেহে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। মুহূর্তেই গ্রামবাসী দেশি অস্ত্র নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তারা শ্বশুরপক্ষের লোকজনকে ধাওয়া করে মারধর করেন। পাল্টা হামলায় শ্বশুরপক্ষের চারজন আহত হন। গ্রামবাসী কয়েকজন যুবককে আটক করে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুপক্ষের সমঝোতার ভিত্তিতে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। 

বিরামপুর থানার ওসি মমতাজুল হক কালবেলাকে বলেন, কেউ লিখিত অভিযোগ না করায় কোনো মামলা হয়নি। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। স্থানীয়রা দুই পরিবারের মধ্যে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Read Entire Article