আখক্ষেতের পাশে পড়ে ছিল অটোচালকের গলাকাটা লাশ

2 months ago 31

জয়পুরহাট শহরের পৌর এলাকার একটি আখক্ষেতের পাশ থেকে দিলিপ চন্দ্র নামে এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পৌর শহরের হাতিল-মাগনিপাড়া এলাকার আখক্ষেতের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত দিলিপ মহন্ত (৫২) সদর উপজেলার পূর্ব দোগাছি পানিতলা আশ্রয়ণ প্রকল্পের মাখন চন্দ্রের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে স্থানীয় লোকজন হাঁটতে গিয়ে আখক্ষেতের পাশে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, হাতিল-মাগনিপাড়া এলাকায় আখক্ষেতের পাশে একটি লাশ পড়ে থাকার খবর জানতে পারি। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের কারণে তাকে হত্যা করা হতে পারে। তার অটোরিকশাটি পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনও মামলা দায়ের হয়নি।

Read Entire Article