আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে : ফারুক

3 weeks ago 20
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক বলেছেন, আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে কৃষকদের জন ফার্মার্স কার্ড, প্রত্যেক পরিবারে ফ্যামিলি কার্ড, এক কোটি বেকারদের কর্মসংস্থান তৈরি হবে। এজন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিজয় করতে হবে।  রোববার (১৯ অক্টোবর) বিকেলে ফুলবাড়িয়া উপজেলা ও পৌর শাখার তাঁতীদলের নবগঠিত কমিটির পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আখতারুল আলম ফারুক বলেন, একসময় এ দেশ তাঁতশিল্পের জন্য বিখ্যাত ছিল। আগামীতে বিএনপি ক্ষমতা গেলে তাঁতশিল্পের সাথে সংশ্লিষ্টদের কর্মসংস্থান তৈরি এবং হারানো তাঁতশিল্পের বিকাশের জন্য জনগণের ভোটে এমপি নির্বাচিত হলে জাতীয় সংসদ এই বিষয় তিনি এবং তার দল জাতীয় সংসদে কার্যকর ভূূমিকা রাখবে বলে জানান তিনি। ফুলবাড়িয়া উপজেলা তাঁতী দলের আহ্বায়ক মো. হারুন-অর রশিদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানের আরও বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতী দলের সভাপতি ডা. রুহুল আমিন, সাধারণ সম্পাদক জিয়াউর হাসান মাসুদসহ ফুলবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গসহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা।  
Read Entire Article