আগুনে ১২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

18 hours ago 4

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজারে আগুনে ১২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৪টার দিকে আবদুল বাতেনের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মসজিদের মাইকে এলাকাবাসীকে ডেকে ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আবদুল বাতেনের চায়ের দোকান, নুরু বকাউলের হোটেল, আনাছের মিষ্টির দোকান, আলী আহমেদের ফলের দোকান, হেলালের মুদি দোকান, হাশিম ষ্টোর/ কসমেটিকস, নয়নের মিষ্টির দোকান, শরীফের মোবাইলের দোকান, সাজুর পানের দোকান ও নুরুর ফলের দোকানসহ ১২ টি ব্যবসা প্রতিষ্ঠান।

মতলব দক্ষিণের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে তাদের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন।

শরীফুল ইসলাম/জেডএইচ/জিকেএস

Read Entire Article