আগ্নেয়াস্ত্র-গোলাবারুদসহ যুবদল ও যুবলীগ নেতা আটক

2 months ago 31

কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনীর অভিযান চালিয়ে বেশকিছু আগ্নেয়াস্ত্র গোলাবারুদ উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে। তাদের মধ্যে একজন যুবদল ও অপর একজন যুবলীগের নেতা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মধ্যরাতে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। 

আটককৃতরা হলেন- পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের উপজেলা বিএনপির প্রচার সম্পাদক   জহুরুল করিম বিশ্বাসের ছেলে জারিফ হাসান (জিমি করিম বিশ্বাস) (২৮), নজরুল করিম বিশ্বাসের ছেলে পিয়ারপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহাগ আলী বিশ্বাস (৪০), সাহেব আলীর ছেলে পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম (৪৫)।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়া সেনাক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার রাত ২টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। উপজেলার পিয়ারপুর কুষ্টিয়া আর্মি ক্যাম্প রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি এ অভিযান পরিচালনা করে।

এসময় জারিফ হাসান, জাহাঙ্গীর ও সোহাগের বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি, দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান,  দেশীয় তৈরি ওয়ানশুটার গানের ৭ রাউন্ড গুলি, একটি এয়ারগান, এয়ারগানের ১১৮ রাউন্ড গুলি, ৯টি ককটেল ও দেশীয় তৈরি বিপুল পরিমাণ রামদা, হাসোয়া ও হাতকুড়াল উদ্ধার করা হয়।

কুষ্টিয়া সেনাক্যাম্পের ক্যাপ্টেন সোহানুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত কুষ্টিয়া সেনাবাহিনীর সদস্যরা জেলার দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদসহ ৩ জনকে আটক করা হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হবে।

Read Entire Article