আজ কেনাকাটা না করার দিন

3 hours ago 5

কেনাকাট করতে পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে বের করা যাবে না।  এমনও কিছু মানুষ আছেন যারা বছরের ৩৬৫ দিনই কিছু না কিছু কেনাকাটার চেষ্টা করেন। তবে বছরের আজকের দিনটিতে কেনাকাটা থেকে বিরত  থাকার দিন। কেননা  এ দিনটিকে  ‘বাই নাথিং ডে’ বা কিছু না কেনার দিন বলা হয়। 

প্রতি বছর নভেম্বর মাসের শেষ শুক্রবার অর্থাৎ ২৯ নভেম্বর 'ব্ল্যাক ফ্রাইডে' হিসেবে পালিত হয়। এই দিনটি যুক্তরাষ্ট্রে 'থ্যাঙ্কসগিভিং ডে'র পরের দিন পালিত হয়ে থাকে। এ দিনেই মার্কিনিরা আসন্ন বড়দিনের কেনাকাটা শুরু করে। বড় বড় ব্র্যান্ড থেকে শুরু করে সুপারশপে থাকে ছাড়ের ছড়াছড়ি। ব্ল্যাক ফ্রাইডের দিন তাই মানুষেরা রীতিমত পাগলের মতো কেনাকাটা করতে থাকে! 

সময়ের সঙ্গে আমাদের দেশেও এ দিনের প্রভাব পরেছে। এখানেও অনেক প্রতিষ্ঠান ও অনলাইন দোকানগুলো এখন ‘ব্ল্যাক ফ্রাইডে সেল’ দিয়ে থাকে।  

তবে মজার ব্যাপার হলো, এদিনটির প্রতিবাদস্বরূপ একইদিনে আরেকটি দিবস পালন হয়ে থাকে। ভোগবাদের বিরুদ্ধে প্রতিবাদের এ দিনকে বলা হয় ‘বাই নাথিং ডে’ বা কিছুই না কেনার দিন। 

১৯৯২ সালের সেপ্টেম্বরে কানাডার ভ্যাঙ্কুভারে টেড ডেভ নামের একজন শিল্পী ‘বাই নথিং ডে’ প্রতিষ্ঠা করেছিলেন। মানুষকে একদিনের জন্য কেনাকাটা না করতে উৎসাহিত করে থাকে এ দিবসটি।

বর্তমানে উত্তর আমেরিকা, সুইডেন, ফিনল্যান্ড এবং যুক্তরাজ্যে একযোগে বাই নথিং ডে অনুষ্ঠিত হয়। এদিন সেখানকার অধিবাসীরা বিভিন্ন ধরনের ভোক্তাবিরোধী এবং জনহিতকর কর্মকাণ্ডে অংশগ্রহণ করে।

মানুষ যেন ‘ওভার কনসাম্পশন’ বা অতিরিক্ত খরচের লাগাম টেনে ধরতে পারে, সেই প্রয়োজনীয়তা থেকেই এ ধারণার উদ্ভব। সচেতনভাবেই তাই ব্যস্ততম কেনাকাটার দিনে এ দিবসকে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Read Entire Article