আজ চন্দ্রগ্রহণ, স্মার্টফোনেই তুলে ফেলুন দারুণ ছবি!

3 hours ago 4
আজ (৭ সেপ্টেম্বর, রোববার) রাতে বাংলাদেশসহ পৃথিবীর অনেক জায়গা থেকে দেখা যাবে এক পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। রাত ৯টা ২৮ মিনিটে শুরু হয়ে চলবে প্রায় সকাল ৫টা পর্যন্ত — অর্থাৎ পুরোটা সময় জুড়ে থাকবে আকাশে এক অসাধারণ চাঁদের খেলা। এই বিরল মুহূর্ত শুধু চোখে দেখলেই হবে না, স্মার্টফোন দিয়েই আপনি ছবি তুলেও রাখতে পারেন স্মৃতির খাতায়। DSLR বা প্রফেশনাল ক্যামেরা না থাকলেও টেকনিক জানলে ফোনেই পাওয়া যাবে দারুণ কিছু ক্লিক! চলুন দেখে নিই কিভাবে সহজে আপনি স্মার্টফোন দিয়ে চন্দ্রগ্রহণের ছবি তুলতে পারেন। স্মার্টফোন দিয়ে চন্দ্রগ্রহণের ছবি তুলবেন যেভাবে ১. আগে থেকেই প্রস্তুতি নিন চন্দ্রগ্রহণ মোট ৭ ঘণ্টা স্থায়ী হলেও সবচেয়ে রঙিন মুহূর্তটি হয় পূর্ণগ্রাস অংশে, প্রায় ৯০ মিনিট। তাই ক্যামেরা বা ফোন আগে থেকেই সেটআপ করে রাখুন। ২. ফোনের জুম ফিচার ব্যবহার করুন চাঁদ অনেক দূরে, তাই জুম ছাড়া ছবি তুললে ছোট আর অস্পষ্ট দেখাবে। যদি আপনার ফোনে ৫x বা তার বেশি অপটিক্যাল জুম থাকে, তাহলে পরিষ্কার ছবি তুলতে পারবেন। ডিজিটাল জুমে তুললেও পরে ক্রপ করে ছবি ঠিক করা যাবে। ৩. ম্যানুয়াল মোড বা প্রো মোড ব্যবহার করুন ISO: 200–400 Aperture (f-stop): f/8 বা f/11 (যদি সেট করা যায়) Shutter Speed: 1/125 বা 1/250 সেকেন্ড (শুরুর জন্য) Focus: Auto নয়, Manual focus দিয়ে চাঁদের দিকে ফোকাস করুন অনেক ফোনে Pro Mode বা Manual Mode থাকে, সেটা ব্যবহার করলেই এসব সেটিংস ঠিক করা যায়। ৪. ট্রাইপড ব্যবহার করুন (খুব জরুরি!) হাত কাঁপলেই ছবি ঝাপসা হয়ে যাবে। তাই ট্রাইপড বা ফোন স্ট্যান্ড ব্যবহার করুন। যদি না থাকে, ফোনটি এমন জায়গায় রাখুন যাতে না নড়ে। ৫. টাইমার বা রিমোট শাটার অন করুন হাতে চাপ দিলে ফোন নড়ে যেতে পারে। তাই ৩-৫ সেকেন্ড টাইমার অন করে ছবি তুলুন। চাইলে ব্লুটুথ রিমোট ব্যবহার করতে পারেন। ৬. সঠিক জায়গা বেছে নিন যেখান থেকে পূর্ব আকাশ স্পষ্ট দেখা যায়, এমন খোলা জায়গা বেছে নিন। ভবন বা গাছ যেন সামনে না থাকে। আকাশ পরিষ্কার কিনা দেখে নিন আগে থেকেই। ৭. ছবি তোলার সময় ধৈর্য রাখুন চন্দ্রগ্রহণ ধীরে ধীরে হয়। তাই দ্রুত ছবি তোলার চেষ্টা না করে, সময় নিয়ে বিভিন্ন পর্যায়ে ছবি তুলুন। পূর্ণগ্রাস অংশে চাঁদের রঙ অনেক সময় লালচে বা কমলা হয়ে যায়—সেই মুহূর্তটি সবচেয়ে সুন্দর! বোনাস টিপস (DSLR বা ক্যামেরা ব্যবহারকারীদের জন্য) লেন্স : 200mm–400mm হলে ভালো হয় শাটার : Bulb mode ব্যবহার করলে দীর্ঘ এক্সপোজার নেওয়া যায় নয়েজ রিডাকশন : অন করে নিন Remote shutter + Tripod: অত্যন্ত প্রয়োজনীয় এই ধরনের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বারবার আসে না। তাই ফোনে ভালোভাবে ক্যামেরা সেট করে, একটু ধৈর্য নিয়ে ছবি তুললে—স্মার্টফোন দিয়েও আপনি পেয়ে যাবেন অসাধারণ কিছু রাতের চাঁদের ছবি। চাইলে আপনি এই ছবিগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, বা আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে রেখে দিতে পারেন স্মৃতির মতো। আকাশের দিকে তাকান, মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করুন, আর উপভোগ করুন রাতের যাদু! সূত্র: লস অ্যাঞ্জেলস টাইমস
Read Entire Article