‘আজ নির্বাচনের তারিখ ঘোষণা করে সম্মান রক্ষা করবেন প্রধান উপদেষ্টা’

1 month ago 16
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম বলেছেন, আমরা আশা করি, আজ বিকেলে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করে তার সম্মান রক্ষা করবেন।  মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিজয় মিছিল শেষে ভৈরব সরকারি এমপি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। শরিফুল আলম বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ জগদ্দল পাথরের মতো বসে ছিল। ১৭ বছরে আমরা মানুষের ভোটের অধিকার আদায়ে লড়াই-সংগ্রাম করেছি। পুলিশের ভয়ে বাড়িতে নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি। জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম ও খুনের শিকার হয়েছি।  কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা হয়েছে। এ দেশে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা সকল দল একমত।  ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী শাহীন, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান প্রমুখ।
Read Entire Article