নিউইয়র্কের ঘটনায় তাসনিম জারার প্রতিক্রিয়া

1 hour ago 1

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের লাঞ্ছিতের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ডা. তাসনিম জারা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক স্ট্যাটাসে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

পোস্টে তিনি বলেন, ‘ওরা ভেবেছিল ডিম ছুঁড়ে, গালি দিয়ে আমাদের ছোট করবে। কিন্তু গালি কখনো সত্যকে ঢাকতে পারে না। ভদ্রতা হারানো মানে পরাজয় মেনে নেয়া।’

‘ওনারা অপমানের রাজনীতি করুক। আমরা মর্যাদার রাজনীতি গড়ব। মর্যাদা মানে শুধু নেতাদের সম্মান দেয়া নয়, বরং প্রতিটি নাগরিকের সম্মান নিশ্চিত করা।

যেমন—
* একজন নাগরিক ঘুষ না দিয়েও সরকারি অফিসে সম্মান পাবে।

* একজন রোগী হাসপাতালে ভিআইপি না হয়েও সেবা পাবে।

* রাজনীতিবিদরা প্রভু না হয়ে সেবক হয়ে মানুষের পাশে দাঁড়াবে।

* একজন নারী রাস্তায়, বাসে, বা অনলাইনে হেনস্তার শিকার হবে না।

* একজন ছাত্র মিছিলে গেলে গুলি খাবে না।

* একজন নাগরিক মন্ত্রী-এমপিদের সমালোচনা করতে পারবে কোনো ভয় ছাড়া।’

তাসনিম জারা শেষে বলেন, ‘আমাদের মর্যাদার রাজনীতি মানে হলো: বাংলাদেশে আর কাউকে ভয় দেখিয়ে, ঘুষ খাইয়ে, অপমান করে চুপ করানো যাবে না।’

Read Entire Article