আজ প্রিয়জনকে ঝুড়িভরা ফুল উপহার দেওয়ার দিন

2 days ago 10
অনেক দিন ধরেই ভাবছেন প্রিয় মানুষটিকে ফুল উপহার দেবেন কিন্তু কিছুতেই দিতে পারছেন না? তবে প্রিয়জনকে আজই উপহার দিতে পারেন ইচ্ছে মতো ঝুড়িভর্তি ফুল।  কারণ আজ শনিবার (৪ জানুয়ারি) ফুলভর্তি ঝুড়ি উপহার দেওয়ার দিবস (ফ্রি ফ্লাওয়ার বাস্কেট ডে)। বছরের শুরুতে প্রিয়জনকে ঝুড়ি ভর্তি ফুল দিয়ে সারপ্রাইজ দিতে পারেন।  এতদিন মুখ ফুটে প্রিয় মানুষটিকে যেসব কথা বলতে পারছিলেন না, সেসব অনুভূতি প্রকাশ করে দেবে এক গুচ্ছ ফুল। আপনার হয়ে বলে দেবে আপনার মনের কথা। মন রাঙাতে, আচমকা চমকে দিতে, মুহূর্তে মন জয় করে নিতে ফুলের কোন বিকল্প হয় না। ফুল অন্যতম প্রাকৃতিক পরিশোধক। ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ফুলের সুগন্ধ ও সৌন্দর্য যে কারোই মন ভালো করে তুলবে। তাই এতো চিন্তা-ভাবনা না করেই এক গুচ্ছ ফুল উপহার দিন প্রিয়জনকে।  ফুলের ঝুড়ি উপহার দেওয়া দিবসের (ফ্রি ফ্লাওয়ার বাস্কেট ডে) প্রচলনের সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া না গেলেও জানা গেছে শুভেচ্ছা কার্ড শিল্পের হাত ধরেই এটির প্রচলন ঘটে।
Read Entire Article