আজকের কৌতুক: সূর্য কেন পশ্চিম দিকে ওঠে না

6 hours ago 5

সূর্য কেন পশ্চিম দিকে ওঠে না
শিক্ষক: বলো তো পল্টু, সূর্য পশ্চিম দিকে ওঠে না কেন?
বল্টু: আমি পরীক্ষায় পাস করি না বলে।
শিক্ষক: কেন?
বল্টু: মা বলেছেন, আমি যেদিন পাস করবো; সেদিন নাকি সূর্য পশ্চিম দিকে উঠবে।

****

বাঘের পায়ের ছাপ
দুই বন্ধু গেছেন শিকারে। এমন সময় তারা বাঘের পায়ের ছাপ আবিষ্কার করলেন। ফিসফিস করে এক বন্ধু বললেন অপরজনকে, ‘তুই পায়ের ছাপ ধরে সামনে গিয়ে দেখ, বাঘটা কোথায় গেল। আমি পেছনে গিয়ে দেখে আসি, বাঘটা কোথা থেকে এলো!’

****

রোগীর বিশেষ অফার
ডাক্তারের চেম্বারে রোগী এসেছেন। সমস্যার কথা বললেন। শুনে এবার ডাক্তার রোগীকে বলছেন—
ডাক্তার: আপনি যদি আমার ওষুধ খান সুস্থ হলে আমায় কী পুরস্কার দেবেন?
রোগী: স্যার, আমি খুব গরিব মানুষ।
ডাক্তার: সমস্যা নেই, আপনার যা সামর্থ আছে, তা-ই দেবেন।
রোগী: স্যার, আমি মানুষের কবর খুঁড়ি। আপনারটা বিনা পয়সায় খুঁড়ে দেবো।

এসইউ/এমএস

Read Entire Article