আজানের মধ্যেই ইমামের টাকা নিয়ে গেল চোর
জোহরের নামাজের জন্য মসজিদে আজান দিচ্ছিলেন ইমাম। এই সুযোগে মসজিদে ঢুকে ইমামের কক্ষ থেকে টাকা চুরি করে নিয়েছে চোর।
সোমবার (২০ অক্টোবর) বরিশালের গৌরনদী উপজেলার বড়কসবা কাজী আব্দুল আউয়াল শাহি জামে মসজিদে ঘটনাটি ঘটেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক নারী বলেন, আমি ভেবেছিলাম মসজিদে নামাজ আদায়ের জন্য মুসল্লি ঢুকছে। পর জানতে পারি আজানের মধ্যেই ইমামের টাকা চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত ওই চোর।
মসজিদের ইমাম মাওলানা মেহেদী হাসান বলেন, আমি দীর্ঘদিন ধরে এ মসজিদে ইমাম হিসেবে কর্মরত আছি। দুপুর একটার দিকে মসজিদে জোহরের আজান দিচ্ছিলাম। এরইমধ্যে এক চোর মসজিদে প্রবেশ করে। পরে আমার কক্ষে ঢুকে পাঞ্জাবির পকেট থেকে তিন হাজার ঢাকা চুরি করে নিয়ে যায়।
তিনি বলেন, আমার কক্ষে প্রবেশের বিষয়টি গ্লাসের মাধ্যমে দেখতে পেলেও আজান ছেড়ে ওই চোরকে ধরতে যাওয়া উচিত মনে করিনি। তবে আজান শেষ হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেও চোরকে পাওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন বিষয়টি জানা নেই। তবে এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।