গোবিন্দই আমাকে প্রথম হিরো হতে বলেছিলেন : অক্ষয় কুমার
‘তুই হিরো কেন হচ্ছিস না? হিরো হয়ে যা, এটাই তোকে ভালো মানাবে।’ এই কথাটি বলিউড খিলাড়ি অক্ষয় কুমারকে প্রথম বলেছিলেন অভিনেতা গোবিন্দ।
সম্প্রতি ভারতীয় জনপ্রিয় টিভি শো ‘আপ কি আদালত’-এর একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়েছে, যেখানে অক্ষয় কুমার নিজেই এ অজানা গল্পটি ফাঁস করেছেন।
শো-এর সঞ্চালক রজত শর্মা অক্ষয়কে প্রশ্ন করেন, ‘আমরা শুনেছি, আপনাকে নায়ক হওয়ার কথা প্রথম বলেছিলেন গোবিন্দ?’
জবাবে অক্ষয় কুমার বলেন, ‘হ্যাঁ, একদম সত্যি কথা। আমাকে প্রথম গোবিন্দই বলেছিলেন।’
নিজের স্ট্রাগলের দিনগুলোর কথা স্মরণ করে খিলাড়ি কুমার বলেন, ‘তখন আমি জয় সেট নামে একজন ফটোগ্রাফারের লাইটম্যান হিসেবে কাজ করতাম। সেই স্টুডিওতে বড় বড় তারকারা ছবি তুলতে আসতেন, যেমন জ্যাকি শ্রফ, সঙ্গীতা বিজলানি, অনিল কাপুর, গোবিন্দসহ আরও অনেকে।’
পুরনো স্মৃতি হাতড়ে অক্ষয় আরও বলেন, ‘‘তাদের যখন ছবি তোলা হতো, আমি তখন তাদের উপরে লাইট সেট করতাম। তেমনই একদিন হঠাৎ গোবিন্দ (ছবি তোলার ফাঁকে) আমাকে বলেন, ‘তুই হিরো কেন হচ্ছিস না? হিরো হয়ে যা, এটাই তোকে ভালো মানাবে।’”

2 hours ago
4









English (US) ·