এন্ড্রিককে রিয়াল মাদ্রিদ ছাড়ার পরামর্শ আনচেলত্তির

5 hours ago 7
রিয়াল মাদ্রিদের জার্সিতে এখনও নিজেকে প্রমাণের সুযোগই ঠিকমতো পাননি ব্রাজিলের তরুণ প্রতিভা এন্ড্রিক। মৌসুমের এই পর্যন্ত মাঠে তার সময়—মাত্র এগারো মিনিট! অথচ বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, আর জাতীয় দলে জায়গা পেতে হলে তাকে খেলতে হবে, গোল করতে হবে, আলোয় ফিরতে হবে। এমন প্রেক্ষাপটে এন্ড্রিককে নিয়ে নিজেই মুখ খুলেছেন তার সাবেক কোচ এবং বর্তমান ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। তার সরল অথচ তাৎপর্যপূর্ণ পরামর্শ—“এন্ড্রিককে এখন ক্লাবের সঙ্গে বসে কথা বলতে হবে—যেটা ওর পক্ষে ভালো হয়, সেটা ভাবতে হবে।” আনচেলত্তির এই কথায় পরিষ্কার ইঙ্গিত, তরুণ স্ট্রাইকারের সামনে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোই হতে পারে নতুন দিগন্তের শুরু। মাত্র ১৯ বছর বয়সে ইউরোপের অন্যতম সেরা ক্লাবে জায়গা পাওয়া বিশাল এক অর্জন। কিন্তু সুযোগ না পেলে প্রতিভাও ম্লান হয়ে যায়। মৌসুমের শুরুতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন এন্ড্রিক। ফিরে এসেও কোচ জাবি আলোনসোর স্কোয়াডে তিনি এখন মূলত “শেষ বিকল্প”—যখন অন্যসব ব্যর্থ। বেঞ্চে বসে দেখতে হয় ভিনিসিয়ুস, এমবাপ্পে কিংবা গনজালোর ঝলক। এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেছেন, “ও খুব তরুণ। এটা তার শেষ বিশ্বকাপ নয়। ২০২৬-এ খেলতে পারবে, এমনকি ২০৩০, ২০৩৪, ২০৩৮-তেও! কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—ও যেন আবার নিয়মিত খেলতে পারে, নিজের যোগ্যতা দেখাতে পারে।” আসলে বিষয়টা শুধু মাদ্রিদের জার্সিতে নয়—এন্ড্রিকের ফুটবল জীবনেরই এক মোড় ঘোরানোর সময়। আনচেলত্তি বুঝিয়ে দিচ্ছেন, স্থবিরতা মানেই ঝুঁকি। যদি বিশ্বকাপের স্বপ্ন সত্যি করতে হয়, তাহলে হয়তো অস্থায়ী বিদায়ই সেরা উপায়। এই মৌসুমে এন্ড্রিক খেলেছেন কেবল নভেম্বরের শুরুতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে, সেটাও কিছু মিনিটের জন্য। বাকি সময় বেঞ্চে বসে দেখা—যা এক তরুণ ফরোয়ার্ডের বিকাশের জন্য একপ্রকার ‘বিষ’। গনজালো, আলাবা, ফ্রান গার্সিয়া—এমনকি রদ্রিগোও পেয়েছেন তাঁর চেয়ে বেশি মিনিট। এমন বাস্তবতায় যদি জানুয়ারিতে ধার বা অস্থায়ী ট্রান্সফারের দরজা খোলে, তবে তা হতে পারে তার জন্য মুক্তির পথ।
Read Entire Article