আড়াই বছরের মধ্যে বিয়ে হবে না এই নায়িকার

1 month ago 17

সালমান খানের মতো বলিউডে ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’র তকমা রয়েছে নায়িকা ঊর্বশী রাউতেলার। বেশ কয়েকবার তাকে নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও পুরুষ অনুরাগীর সংখ্যা অনেক। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে তাদের কৌতূহলের শেষ নেই। অনেকেরই প্রশ্ন, ‘কবে বিয়ে করছেন ঊর্বশী?’ অভিনেত্রী নিজেই জানিয়েছেন, আগামী আড়াই বছর তিনি কোনোভাবেই বিয়ের পিঁড়িতে বসতে পারবেন না।

এ প্রসঙ্গে ঊর্বশী বলেন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বর্তমানে আমার এমন একটি দশা চলছে, যা মোটেই বিয়ের জন্য উপযুক্ত নয়। এখন আমার কাটনি যোগ চলছে। কাটনি যোগ চলাকালীন বিয়ে করা উচিত নয়। টানা আড়াই বছর এই দশা জারি থাকে। তাই বিয়ে করার জন্য আপাতত সময় নিচ্ছি। এখনই বিয়ে করছি না’।

জ্যোতিষশাস্ত্র মতে, এ দশা চললে জীবনে বিভিন্ন ধরনের বাধা বিপত্তির মুখে পড়তে হয়। এমনকি বিয়ের পথেও নানান বাধা তৈরি করতে পারে এই দশা। এজন্যই বিয়ে থেকে দূরে থাকছেন এ নায়িকা।

আড়াই বছরের মধ্যে বিয়ে হবে না এই নায়িকার

ঊর্বশীর সঙ্গে ক্রিকেট তারকা ঋষভ পান্থের নামও জড়িয়েছিল। যদিও এ গুঞ্জন প্রসঙ্গে তিনি কোনো কথা বলেননি। বরং একে অন্যকে কটাক্ষই করেছেন দুজনে। ঋষভ ও ঊর্বশীকে নিয়ে অনেক মিমও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ প্রসঙ্গে ঊর্বশী বলেছিলেন, ‘ঋষভ পান্থের সঙ্গে আমার নাম জড়িয়ে যে মিম ছড়ানো হচ্ছে, তা কেবলই গুজব ও ভিত্তিহীন। আমি ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করি। কাজই আমার প্রধান লক্ষ্য। এ ধরনের বিষয় স্বচ্ছতার সঙ্গে সামাল দেওয়া জরুরি। জল্পনা-কল্পনা না করে সত্যতার ওপর নজর দেওয়া উচিত। আমি বুঝি না, এত উত্তেজিত হয়ে মিম তৈরি করার কী আছে’!

ঊর্বশী নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এক হোটেলের লবিতে ঋষভ তার জন্য টানা ১০ ঘণ্টা অপেক্ষা করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে ঋষভ সাক্ষাৎকারে নাম না করে বলেছিলেন, ‘খ্যাতি পাওয়ার জন্য মানুষ কীভাবে মিথ্যা বলতে পারে, তা দেখে সত্যিই হাসি পায়’।

এমএমএফ/জিকেএস

Read Entire Article