আত্মগোপনে থাকা চসিকের সাবেক কাউন্সিলর ইলিয়াছ গ্রেফতার

15 hours ago 8

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর মো. ইলিয়াছকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন সিএমপির হা‌লিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ম‌নিরুজ্জামান।

এর আগে রোববার রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেফতার করে হালিশহর থানা পুলিশের একটি টিম।

৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ইলিয়াছ।

ওসি বলেন, রোববার ঢাকা থেকে ইলিয়াছকে গ্রেফতার করা হয়। পরে তাকে আনা হয় চট্টগ্রামে।

এরপর সোমবার ইলিয়াছকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

এমডিআইএইচ/জেডএইচ/

Read Entire Article