আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক জোট

2 hours ago 2
নিবন্ধিত ৩টি রাজনৈতিক দলের সমন্বয়ে আত্মপ্রকাশ হতে যাচ্ছে ‘বৃহত্তর সুন্নী জোট’। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) দপ্তর সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মিয়া এ তথ্য জানিয়েছেন।  তিনি জানান, আগামী শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোটের আত্মপ্রকাশের বিষয়ে জানানো হবে। নিবন্ধিত রাজনৈতিক দলগুলো হলো- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। ইব্রাহিম মিয়া বলেন, ৩টি নিবন্ধিত রাজনৈতিক দলের সমন্বয়ে এ জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে শনিবার। সংবাদ সম্মেলনে নেতারা জোটের উদ্দেশ্য, কর্মপন্থা ও ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরবেন বলে জানা গেছে।
Read Entire Article