আত্মহত্যা নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন হিরো আলম

2 weeks ago 9

দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম আত্মহত্যার ঘোষণা দিয়েছিলেন। তবে সন্তানদের অনুরোধে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। 

মঙ্গলবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ ভিডিওর মাধ্যমে তিনি বিষয়টি জানিয়েছেন।
 
ভিডিওতে সন্তানদের সঙ্গে থেকে হিরো আলম জানান, তিনি আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। মূলত স্ত্রী রিয়া মনির প্রতি তার অভিযোগ ও মানসিক আঘাত থেকেই আগে আত্মহত্যার সিদ্ধান্ত নেন বলেন জানান তিনি।

এর আগে প্রথম পোস্টে হিরো আলম লিখেছিলেন, ‘আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যে ছিল— মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি— আজকে নিজেকে শেষ করে বুঝিয়ে দেব। আমি রিয়াল (সত্যি) ছিলাম। কাল বিকেল ৫টায় জানাজা আমার নিজ বাসায়।’ 

Read Entire Article