আদর্শিক চেতনার দিক থেকে আমরা সবার থেকে আলাদা : ছাত্রশিবির সভাপতি

2 hours ago 4
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আদর্শিক চেতনার দিক থেকে আমরা সবার থেকে আলাদা।  সোমবার (২০ অক্টোবর) সকালে ঝালকাঠির একটি কমিউনিটি সেন্টারে ছাত্রশিবিরের উপশাখা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জাহিদুল ইসলাম বলেন, ঐতিহাসিকভাবেই ইসলামের বা ইসলামী সংগঠনের বিরোধিতা চলে আসছে। এটা ধারাবাহিক প্রক্রিয়া। যারাই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করেছে তাদেরই বিরোধিতা করা হয়েছে।  তিনি বলেন, আগে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময়ে আমরা কোথাও বসতে পারিনি, দাঁড়াতে পারিনি। মুখে দাড়ি আর মাথায় টুপি দেখলেই হামলা-মামলা করা হয়েছে। সেই আওয়ামী লীগ জনতার ধাওয়ায় দেশ ছেড়ে পালিয়েছে। এখন আরেক দল মসজিদে আমাদের কোরআনের তালিমেও হামলা করে কয়েক ভাইকে আহত করেছে। তাদের সঙ্গে আমাদের লড়াইটা ইসলামী মূল্যবোধ, আদর্শ ও চেতনার। ঝালকাঠি জেলা সভাপতি এনামুল হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. নুরুজ্জামান পরিচালনায় দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করীম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুণ অর রশিদ রাফি, সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম।
Read Entire Article