মিরাজদের নিখুঁত বোলিংয়ে মুগ্ধ আইরিশ কোচ উইলসন
সিলেট টেস্টের প্রথম দিনটা ছিল উত্থান-পতনের এক মিশ্র চিত্র। দিনের শুরুতে দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়লেও, শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৭০ রান তুলে লড়াইয়ে টিকে রয়েছে আয়ারল্যান্ড। তবে বাংলাদেশের বোলারদের ধারাবাহিক শৃঙ্খলাপূর্ণ বোলিংয়ে মুগ্ধ প্রতিপক্ষ কোচ গ্যারি উইলসন।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে উইলসন বলেন,“বাংলাদেশের বোলাররা আজ সত্যিই দারুণ বল করেছে। তারা পুরো দিনটাই এক্যুরেট বোলিং করেছে, বিশেষ করে শেষ বিকেলে স্পিনারদের নিয়ন্ত্রণ ছিল প্রশংসনীয়। মিরাজ অসাধারণভাবে আক্রমণ সাজিয়েছে, বাজে বল দেয়নি প্রায়। তার নিয়ন্ত্রণ ও ধারাবাহিকতা সত্যিই চোখে পড়ার মতো।”
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেট নিয়েও ইতিবাচক মত দেন আইরিশ কোচ, ‘এটা খুবই ভালো মাঠ। আমরা আগেও এখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ানডে খেলেছি। এখানকার উইকেটে আগেও পেস ও বাউন্স দেখা গেছে। এখন ব্যাটিংয়ের জন্যও বেশ ভালো মনে হচ্ছে। কাল সকালে আমরা যতটা সম্ভব বড় স্কোর গড়তে চাই।’
দিনের শুরুতে অধিনায়ক অ্যান্ডি বালবির্নিকে হারিয়ে চাপে পড়ে আয়ারল্যান্ড, তবে পল স্টার্লিং ও ক্যাডে কারমাইকেলের দায়িত্বশীল ব্যাটিংয়ে দলটি সামলে ওঠে। দিনের শেষ বলে তাইজুল ইসলামের বলে জর্ডান নেইল আউট হয়ে গেলে, কিছুটা এগিয়ে যায় বাংলাদেশ।
প্রথম ইনিংসে বাংলাদেশের পাঁচজন বোলারই পেয়েছেন উইকেটের দেখা। বিশেষ করে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদের বোলিংয়ে ছিল পরিমিতি ও বৈচিত্র্যের নিখুঁত সমন্বয়।
দুই ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সিলেটে যে লড়াইয়ের আবহ তৈরি হয়েছে, তাতে স্পষ্ট—উইকেট যত পুরোনো হবে, ততটাই ম্যাচে প্রভাব বাড়বে স্পিনারদের।

5 hours ago
8









English (US) ·