রাজশাহী-৩ আসনের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদের জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাদিউজ্জামান তার জামিন না মঞ্জুর করেন। তাকে কারাগারে নেওয়ার সময় দলীয় নেতাকর্মীরা ‘বাংলা শ্লোগান’ স্লোগান দেন।
আদালত পুলিশের পরিদর্শক মো. আমান উল্লাহ বলেন, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মোহনপুর থানায় করা একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য সাবেক এমপি আসাদুজ্জামান আসাদকে কারাগার থেকে আদালতে নেওয়া হয়। এ সময় তার জামিন আবেদন করা হলে আদালত সেটি নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তিনি আরও জানান, এ দিন মোহনপুর থানার আরেকটি মামলায় আসাদুজ্জামানকে শ্যেন অ্যারেস্ট দেখানোর আবেদন ছিল। আদালত এ আবেদন মঞ্জুর করেছেন।
এদিকে আসাদকে কারাগারে নেওয়ার সময় জয় বাংলা শ্লোগান দিতে থেকেন আওয়ামী ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আদালত চত্বরে আসাদকে বহনকারী গাড়ি সামনে আসলে তারা দিকবিদিক থেকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই।
গত ৬ অক্টোবর ঢাকায় র্যাবের হাতে গ্রেফতার হন আসাদুজ্জামান আসাদ। সম্প্রতি তাকে ঢাকা থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আনা হয়। বুধবার আদালতে তোলা হলে নেতাকর্মীরা তাকে দেখে ‘জয় বাংলা’ শ্লোগান দেন। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে আদালত প্রাঙ্গণ।
সাখাওয়াত হোসেন/আরএইচ/জিকেএস