আদালত থেকে পালানো আসামি ৩০ ঘণ্টা পর গ্রেপ্তার

2 hours ago 5

বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজতখানা থেকে পালানো জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম রফিক (৪০) কে প্রায় ৩০ ঘণ্টা পর গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত পোনে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান।

তিনি জানান, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামি রফিকুল ইসলাম রফিককে জেলার আদমদীঘি উপজেলার বাগিচাপাড়া থেকে মঙ্গলবাল রাত ৯ টায়  দুপচাঁচিয়া থানা পুলিশ গ্রেপ্তার করে। 

রফিকুল ইসলাম, আদমদীঘি উপজেলার বশিকোড়া চকপাড়া, গ্রামের আকন্দ আলীর ছেলে। 

উল্লেখ্য, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়া জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আসামি গণনা শেষে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল। ওই সময় ভিড়ের মধ্যে জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে বগুড়ায় আনা হবে।

এর আগে এ ঘটনায় আদালতের ছয় পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। 

Read Entire Article