আনচেলত্তির সঙ্গে ব্রাজিলের হয়ে কাজ করতে প্রস্তুত কাকা

3 months ago 7

ব্রাজিল দলের হয়ে কার্লো আনচেলত্তির সঙ্গে আবারও একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন দেশটির সাবেক কিংবদন্তি ফুটবলার রিকোর্ডো কাকা। আনচেলত্তির সহকারী হিসেবে নিজ দেশের জাতীয় দলের কোচিং স্টাফে যোগ দিতে চান ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী স্কোয়াডে থাকা এই অ্যাটাকিং মিডফিল্ডার।

তিন দশক ধরে ক্লাব ফুটবলে কোচিং করানোর অভিজ্ঞতা নিয়ে আনচেলত্তি ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে আন্তর্জাতিক ফুটবলে পা রাখতে যাচ্ছেন।

চলতি মাসের শুরুতে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নিশ্চিত করেছে, ২০২৪-২৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের শেষ লা লিগা ম্যাচের পর (প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ) আনুষ্ঠানিকভাবে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে যোগ দেবেন আনচেলত্তি।

ব্রাজিলের ফুটবল আইকন হিসেবে পরিচিত কাকা ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইতালিয়ান ক্লাব এসি মিলানের হয়ে খেলেছিলেন। ক্লাব ক্যারিয়ারে অধিকাংশ সময় মিলানেই কেটেছে ব্রাজিলিয়ান এই অ্যাটাকিং মিডফিল্ডারের। ওই সময় (২০০১-২০০৯) এসি মিলানের কোচ ছিলেন ইতালিয়ান কোচ আনচেলত্তি।

২০১৭ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়া কাকা আশা করছেন, আনচেলত্তির সহকারী হিসেবে তিনি সেলেসাওদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। সেটি হলে এবার জুটি বাঁধবেন আনচেলত্তি ও কাকা।

৪৩ বছর বয়সী কাকা সম্প্রতি ক্যাজ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘যদি সুযোগ আসে আমি সেলেসাও-তে ফিরতে প্রস্তুত। আমি প্রস্তুত আছি। ২০১৭ সাল থেকেই আমি নিজেকে প্রস্তুত করতে চেয়েছি। আমি হার্ভার্ডে স্পোর্টস নিয়ে বিজনেস কোর্স করেছি, সিবিএফ এর কোচিং কোর্স করেছি। জাতীয় দল ও বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে আমার।’

এমএইচ/

Read Entire Article