আনোয়ারা-মোংলায় চাইনিজ ইকোনমিক জোন নির্মিত হবে

2 days ago 9

বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, এ বছরের যে কোনো সময় চট্টগ্রামের আনোয়ারাতে ৮০০ একর জমির ওপর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন নির্মাণের কাজ শুরু হবে। এজন্য চীনের ৩০টি কোম্পানি এ জোন নির্মাণের জন্য ১ বিলিয়ন ডলার বিনিয়োগ অর্থ সহায়তার আশ্বাস দিয়েছে। এছাড়া চীন মোংলা পোর্টের সংস্কার কাজের পাশাপাশি সেখানে দ্বিতীয় ইকোনমিকস জোন করতে চায়।

রোববার (৩০ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

আশিক চৌধুরী জানান, চীন সরকারের আমন্ত্রণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চার দিনের রাষ্ট্রীয় সফরে ২ দশমিক ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ ও ঋণের আশ্বাস পাওয়া গেছে। সফরকালে ৩০টি চীনের কোম্পানির কাছ থেকে ১ বিলিয়ন ডলার সরাসরি বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে। অবশিষ্ট অর্থ ঋণ বাবদ পাওয়া যাবে। ঋণ বাবদ প্রাপ্ত টাকাও চট্টগ্রামের আনোয়ারা ও মোংলায় ইকোনমিক জোন নির্মাণ বিনিয়োগে ব্যয় হবে।

তিনি জানান, সফরকালে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে শতাধিক চীনা কোম্পানির দেখা সাক্ষাৎ হয়। তাদের প্রায় সবাই বিভিন্ন কোম্পানির সিইও, প্রেসিডেন্ট, চেয়ারম্যান কিংবা ঊর্ধ্বতন ও নীতি নির্ধারক। একটি সেমিনার ও তিনটি রাউন্ড টেবিল বৈঠকের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের বর্তমান পরিবেশের ওপর তথ্য-উপাত্ত তুলে ধরা হয়।

এমইউ/জেএইচ/এমএস

Read Entire Article