কে হচ্ছেন ব্রাজিলের পরবর্তী কোচ?

1 day ago 8

আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হারের পর, দরিভাল জুনিয়রকে বরখাস্ত করার আগেই আলোচনা ছিল, কে হবেন ব্রাজিলের পরবর্তী কোচ? কার্লো আনচেলত্তিকেই আবার চাইবে ব্রাজিল, নাকি অন্য কাউকে দেখা যাবে ব্রাজিল ফুটবলের হটসিটে? সে আলোচনা এখনও চলমান। কারণ, ব্রাজিল ফুটবল ফেডারেশন দরিভালের উত্তরসূরি খুঁজে পায়নি।

যদিও, একজনকে নিয়োগ দেয়ার একটা সম্ভাবনা জোরালো হয়ে উঠছে। তবে, চূড়ান্ত কিছু নয়। কারণ, ঘোষণা না আসার আগ পর্যন্ত চূড়ান্ত করে বলার সুযোগও নেই।

জাতীয় দলের কোচ হিসাবে দরিভাল জুনিয়র কিন্তু ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) কর্মকর্তাদের প্রথম পছন্দ ছিলেন না। তাদের প্রথম পছন্দ ছিলেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো অ্যানচেলত্তি। তাকে পেতে দীর্ঘদিন অপেক্ষা করেছে ব্রাজিল; কিন্তু ইতালিয়ান এই কোচ রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়তে চাননি। ব্রাজিলে না গিয়ে বরং, রিয়ালের সঙ্গে চুক্তি বাড়িয়ে নেন। সে কারণে এক প্রকার বাধ্য হয়েই দরিভালকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

দরিভালকে সরিয়ে দেওয়ার পর আবারও আনচেলত্তিকে কোচ করার কথা উঠছে। সেই সঙ্গে জর্জ জেসুসের নামও শোনা যাচ্ছে। পর্তুগিজ কোচ জেসুস এখন সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের দায়িত্বে। সে সঙ্গে আবেল ফেরেইরারও নামও রয়েছে কোচ হওয়ার দৌড়ে। তিনিও পর্তুগালের। এখন দায়িত্ব পালন করছেন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের।

ব্রাজিল ফুটবল ফেডারেশন মূলত ঝুঁকছে বেশি আনচেলত্তির দিকে। তিনি না হলেও জর্জ হেসুস। আনচেলত্তির সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি ২০২৬ মৌসুমের শেষ পর্যন্ত। অর্থ্যাৎ, ২০২৬ সালে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগ মুহূর্তে রিয়ালের সঙ্গে তার চুক্তি শেষ হবে, যদি মেয়াদ আর না বাড়ানো হয়।

সে ক্ষেত্রে আনচেলত্তিকে পাওয়া ব্রাজিলের জন্য কঠিন। কারণ, বিশ্বকাপ বাছাই পর্বে এখনও ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি রয়েছে। আগামী ৪ জুন ইকুয়েডরে গিয়ে এবং ৯ জুন ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে তারা। লাতিন আমেরিকান বাছাই পর্বে ব্রাজিল রয়েছে এখন চার নম্বরে। বিশ্বকাপ খেলতে হলে এই দুই ম্যাচ জিততেই হবে।

এর অর্থ, বাছাই পর্বের এই দুই ম্যাচ আগেই নতুন কোচ নিয়োগ দিতে হবে। সে ক্ষেত্রে আনচেলত্তিকে রাজি করাতে পারলে তাকে রিয়াল মাদ্রিদ ছাড়তে হবে। তেমনটা হলে, হয়তো এই মৌসুমটা রিয়ালের হয়ে শেষ করে যেতে পারবেন তিনি।

৬৫ বছর বয়সী আনচেলত্তিকে রাজি করাতে না পারলে ৭০ বছর বয়সী জর্জ জেসুসই হলেন ব্রাজিলের পরবর্তী পছন্দ। তিনি সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ। ব্রাজিল কোচের দায়িত্ব নিলে তাকেও আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে আসতে হবে।

জানা গেছে, ব্রাজিলের দায়িত্ব নিতে প্রস্তুত জর্জ জেসুস। তার সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন, একটি সূত্র পরিচয় প্রকাশ না করার শর্তে নিউইয়র্ক টাইমসকে বলেছেন, জর্জ জেসুস ব্রাজিল দলের দায়িত্ব নিতে পুরোপুরি প্রস্তুত। আর আল হিলালের সঙ্গে সামনের ক্লাব বিশ্বকাপ পর্যন্তই চুক্তি রয়েছে। সুতরাং, ব্রাজিলের দায়িত্ব নিতে তার সমস্যা হওয়ার কথা না।

তবে আনচেলত্তির আশায় এখনও বসে আছে ব্রাজিল। এর আগে ২০২২ এবং ২০২৩ সালে দু’বার আনচেলত্তিকে প্রস্তাব দিয়েছে তারা; কিন্তু উল্টো ২০২৬ পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিয়েছেন তিনি। নতুন করে যে তাকে প্রস্তাব দেয়া হয়েছে, এ বিষয়ে অবশ্য এখনও অবগত নয় রিয়াল মাদ্রিদ।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি সূত্র চাকরি বাঁচাতে নাম প্রকাশ না করার মর্তে দ্য অ্যাথলেটিককে জানিয়েছে, আনচেলত্তি সম্ভবত ‘প্রেসিডেন্টের (এডনাল্ডো রদ্রিগেজ, সিবিএফ প্রেসিডেন্ট) স্বপ্ন’ বাস্তবায়নে হয়তো প্রস্তাব গ্রহণ করতেও পারেন।’ তেমনটা না হলে জর্জ জেসুসই পরবর্তী দাবিদার ব্রাজিলের কোচ হওয়ার।

উপরোক্ত তিনজন ছাড়াও ব্রাজিলের কোচ হিসেবে আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে। তারা হলেন, পেপ গার্দিওলা, ফিলিপ লুইস, ফার্নান্দো দিনিজ এবং হোসেন মরিনহো।

আইএইচএস/

Read Entire Article