আন্তরিক হলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব : খন্দকার মোশাররফ

1 month ago 11
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন আন্তরিক হলে আগামী ডিসেম্বর মাসের আগেই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব। আর তা করা গেলে এ সরকার এবং সাধারণ মানুষের জন্য মঙ্গলজনক হবে। কারণ আমরা দেখছি অনেক ষড়যন্ত্র হচ্ছে।’ সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে কুমিল্লায় বিজয় দিবসের র‍্যালির শুরুতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খন্দকার মোশাররফ বলেন, বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে এ সরকার খুব দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন ব্যবস্থা করে দেবেন। এদেশের মানুষই চায় এই সরকার একটি নির্বাচনের মধ্য দিয়ে দেশের স্বাধীন সার্বভৌমত্ব ও গণতন্ত্র আরও শক্তিশালী করবে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, জেলা বিএনপির সদস্যসচিব জসিম উদ্দিন।  মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপুর পরিচালনায় সমাবেশে জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে মহান বিজয় দিবস উপলক্ষে র‍্যালিটি কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে কুমিল্লা দক্ষিণ জেলা, মহানগর বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র‍্যালিতে নেতৃত্ব দেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন।
Read Entire Article