আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ চূড়ান্ত, জেনে নিন কবে কখন ম্যাচ

5 hours ago 5

এশিয়া কাপ শেষ হওয়ার পর পরই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। রোববার (২৪ আগস্ট) আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, দ্বিপক্ষীয় সিরিজটি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে। প্রথম টি-টোয়েন্টি খেলা হবে ২ অক্টোবর, এরপর ৩ ও ৫ অক্টোবর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এই সিরিজের পর ৮, ১১ ও ১৪ অক্টোবর ওয়ানডে সিরিজের তিন ম্যাচ অনুষ্ঠিত হবে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসীব খান এসিবির বিবৃতিতে বলেন, 'আমরা বাংলাদেশকে স্বাগত জানাতে পেরে গর্বিত। এই সফর আমাদের পারস্পরিক অংশীদারত্বের শক্তি এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট অভিজ্ঞতা উপহার দেওয়ার প্রতি আমাদের যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন। দর্শকরা উত্তেজনাপূর্ণ ম্যাচ ও শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতা উপভোগ করতে পারবেন বলে আমরা আশাবাদী।'

বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা আফগানিস্তানের বিপক্ষে এই প্রতিযোগিতামূলক এবং উত্তেজনাপূর্ণ হোয়াইট-বল সিরিজে অংশগ্রহণের জন্য উন্মুখ। এই সিরিজ দুই ক্রিকেট বোর্ডের সম্পর্ককে আরও শক্তিশালী করবে। এটি এশিয়া কাপের পর দলের জন্য গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। সিরিজ আয়োজন করার জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে আমাদের আন্তরিক ধন্যবাদ।‘

Read Entire Article