আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল, এলাকায় মিষ্টি বিতরণ

নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির পর প্রার্থিতা বহাল রয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর। দীর্ঘ শুনানির পর ইসি তার প্রার্থিতাকে বৈধ বলে ঘোষণা করে।  রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তার নির্বাচনী এলাকায় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। রায় ঘোষণার পরপরই সমর্থকরা আনন্দে মেতে ওঠেন। তারই অংশ হিসেবে মিন্টুর নিজ উপজেলা দাগনভূঞার বেকের বাজারে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ করতে দেখা যায়। এ সময় শত শত নেতাকর্মী একে অপরকে মিষ্টিমুখ করান। শুধু নেতাকর্মীই নয়, তারা পথচারী এবং রিকশাচালকদের মাঝেও মিষ্টি বিতরণ করেন।  ‘অন্যায়ের বিনাশ হবে, মিন্টু ভাই জয়ী হবে’—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে বেকের বাজার এলাকা। সমর্থকদের দাবি, আইনি লড়াইয়ে সত্যের জয় হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাতুভূঞা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সামছুল হক নকু মেম্বার, দাগনভূঞা উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি মতিউর রহমান চৌধুরী পলাশ, দাগনভূঞা উপজেলা যুবদলের সদস্য হারিছ আহমদ পেয়ার মেম্বার, বিএনপি নেতা সা

আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল, এলাকায় মিষ্টি বিতরণ
নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির পর প্রার্থিতা বহাল রয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর। দীর্ঘ শুনানির পর ইসি তার প্রার্থিতাকে বৈধ বলে ঘোষণা করে।  রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তার নির্বাচনী এলাকায় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। রায় ঘোষণার পরপরই সমর্থকরা আনন্দে মেতে ওঠেন। তারই অংশ হিসেবে মিন্টুর নিজ উপজেলা দাগনভূঞার বেকের বাজারে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ করতে দেখা যায়। এ সময় শত শত নেতাকর্মী একে অপরকে মিষ্টিমুখ করান। শুধু নেতাকর্মীই নয়, তারা পথচারী এবং রিকশাচালকদের মাঝেও মিষ্টি বিতরণ করেন।  ‘অন্যায়ের বিনাশ হবে, মিন্টু ভাই জয়ী হবে’—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে বেকের বাজার এলাকা। সমর্থকদের দাবি, আইনি লড়াইয়ে সত্যের জয় হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাতুভূঞা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সামছুল হক নকু মেম্বার, দাগনভূঞা উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি মতিউর রহমান চৌধুরী পলাশ, দাগনভূঞা উপজেলা যুবদলের সদস্য হারিছ আহমদ পেয়ার মেম্বার, বিএনপি নেতা সামছুল করিম পটু, মায়া, বাশার খোনার, আবদুল হাই ডন, যুবনেতা আদরসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। এ বিষয়ে দাগনভূঞা উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি মতিউর রহমান চৌধুরী পলাশ বলেন, আমরা জানতাম আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তা আইনি প্রক্রিয়ায় টিকবে না। ইসির এই সিদ্ধান্তে আমরা অত্যন্ত আনন্দিত এবং এখন পুরোদমে নির্বাচনী প্রচারণায় নামার জন্য আমরা প্রস্তুত। প্রার্থিতা ফিরে পাওয়ার পর মিন্টুর সমর্থকরা মনে করছেন, এতে নির্বাচনী লড়াই আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow