আবারও রাশিয়ায় পুরস্কৃত বাংলাদেশি ‘মাস্তুল’

3 months ago 8

রাশিয়ার পর পর দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানজনক পুরস্কার জিতে নিয়েছে বাংলাদেশি সিনেমা ‘মাস্তুল’। মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত ছবিটি এবার রাশিয়ার ‘অষ্টাদশ চেবোক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ সম্মাননা পেয়েছে।

এই উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়ে ‘বেস্ট আর্টিস্টিক কন্ট্রিবিউশন’ পুরস্কার অর্জন করেছে ‘মাস্তুল’।

এর আগে গত এপ্রিলেই মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘প্রাত্যহিক জীবনের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গির জন্য’ স্পেশাল মেনশন (জুরি) পুরস্কার পেয়েছিল সিনেমাটি।

রাশিয়ার ভোলগা নদীর তীরবর্তী শহর চেবোক্সারিতে ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত চলে এই উৎসব। এতে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে আন্দ্রেই জায়তসেভের ‘টু ইন ওয়ান লাইফ, আই ডোন্ট কাউন্ট ডগস’। ‘ইয়ার অব দ্য ক্যাট’ ছবির জন্য সেরা পরিচালক হয়েছেন মোস্তফা তাহিজাদে।

‘মাস্তুল’ ছবির পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান উৎসবে সরাসরি উপস্থিত থাকতে না পারার আক্ষেপ জানিয়ে বলেন, ‘আমার অনেক প্রথমের সঙ্গে জড়িয়ে আছে ভোলগা নদীর তীরের এই উৎসব।’

এর আগে ২০২৩ সালে ‘আম কাঁঠালের ছুটি’ নিয়েও তিনি এই উৎসবে অংশ নিয়েছিলেন। সেই ছবি দিয়েও জুরি অ্যাওয়ার্ড জিতেছিলেন তিনি।

জাহাজে কর্মরত মানুষদের জীবনঘনিষ্ঠ গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মাস্তুল’। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, সিফাত বন্যা প্রমুখ। ছবিটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রমোশনে আছে টঙঘর টকিজ।

আন্তর্জাতিক অঙ্গনে ‘মাস্তুল’ নিয়ে আগ্রহ বাড়ছে বলেও জানান নির্মাতা। তিনি বলেন, ‘মস্কোতে প্রিমিয়ারের পর থেকেই বিভিন্ন জায়গা থেকে ছবিটি প্রদর্শনের আগ্রহ পাচ্ছি। এরই ধারাবাহিকতায় স্পেনের ইমাজিন ইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ‘মাস্তুল’। সেখানে সিনেমাটি মনোনয়ন পেয়েছে ‘সেরা মানবিক ছবি’ বিভাগে।’

আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে উৎসবের ২৪তম আসর। নির্মাতা নূরুজ্জামান জানিয়েছেন, স্পেনের এই উৎসবে অংশ নিতে আয়োজকদের কাছ থেকে আমন্ত্রণও পেয়েছেন। সব ঠিক থাকলে সেপ্টেম্বরে সেখানে যাচ্ছেন তিনি।

তবে এর আগেই দেশের দর্শকদের ‘মাস্তুল’ দেখানোর পরিকল্পনা করছেন পরিচালক। তিনি বলেন, ‘স্পেনে যাওয়ার আগেই দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দিতে চাই। সেই হিসেবেই প্রস্তুতি নিচ্ছি।’

এলআইএ/এমএস

Read Entire Article